পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নয়া রাজনৈতিক দল! ইউনূস প্রশাসনের উপদেষ্টা পদে ইস্তফা ছাত্রনেতা নাহিদ ইসলামের - BANGLADESH ADVISER NAHID RESIGNS

বাংলাদেশের রাজনীতিতে নতুন দলের প্রয়োজন ৷ তাই প্রশাসনের ঠান্ডা ঘর ছেড়ে রাস্তায় নামতে চলেছেন ছাত্রনেতা নাহিদ ইসলাম ৷ উপদেষ্টা পদে ইস্তফা দিলেন তিনি ৷

Bangladesh interim govt adviser Nahid Islam resigns
প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে ইস্তফাপত্র তুলে দিচ্ছেন ছাত্রনেতা নাহিদ ইসলাম (ছবি সৌজন্য: বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Feb 25, 2025, 9:38 PM IST

Updated : Feb 25, 2025, 9:43 PM IST

ঢাকা, 25 ফেব্রুয়ারি: বাংলাদেশের গণতন্ত্রের নতুন দিগনির্দেশ প্রয়োজন বলে নয়া রাজনৈতিক দল গড়তে চলেছেন ৷ এই কারণ দেখিয়ে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে পদত্যাগপত্র তুলে দিলেন তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম ৷ তিনি তথ্য-প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বে ছিলেন ৷ এবার নতুন রাজনৈতিক দল গড়বেন ৷

2024 সালের জুলাই-অগস্টে ছাত্র-জনতার গণ আন্দোলনের চাপে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল ৷ সেই অস্থির রাজনৈতিক অবস্থায় 5 অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ গণঅভ্যুত্থানের নেপথ্যে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং আরও কয়েকটি ছাত্র সংগঠন ৷ আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম ৷ পরে 8 অগস্ট নোবেল শান্তি পুরস্কারজয়ী ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৷ ছাত্রনেতা নাহিদ পান দেশের তথ্য-প্রযুক্তি মন্ত্রকের ভার ৷

বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার তরফে সোশাল মিডিয়ায় ছাত্রনেতা নাহিদ ইসলামের ইস্তফাপত্র দেওয়ার ছবিটি পোস্ট করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, "স্টেট গেস্ট হাউজ যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে উপদেষ্টা নাহিদ ইসলাম তাঁর পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন ৷"

এবার নাহিদ নিজে নয়া রাজনৈতিক দল গড়ছেন ৷ ইউনূসের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেওয়ার পর জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতা সাংবাদিকদের বলেন, "দেশের যা পরিস্থিতি, তাতে একটা নতুন রাজনৈতিক শক্তির প্রয়োজন ৷ এবার গণঅভ্যুত্থানকে আরও মজবুত করতে আমি উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছি ৷"

তিনি জানিয়েছেন, সরকারে থাকার চেয়ে রাস্তায় তাঁর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে দেশের গণতান্ত্রিক বিপ্লবে সামিল হতে চান নাহিদ ৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সহযোগী জাতীয় নাগরিক কমিটির (ন্যাশনাল সিটিজেনস কমিটি) নেতৃত্বে বাংলাদেশে জুলাই-অগস্ট গণ আন্দোলন সংঘটিত হয় ৷

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ মাসের গোড়ার দিকে ঘোষণা করেছিল, তারা আগামী শুক্রবার, 28 ফেব্রুয়ারি নয়া রাজনৈতিক দলের সূচনা করবে বাংলাদেশে ৷ যদিও ওই দলের নাম ঘোষণা করেনি তারা ৷ ওইদিন রাজধানী ঢাকার মানিক মিঞা অ্যাভিনিউতে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে ৷ সেখানেই নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে ৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, নাহিদ ইসলাম এই নয়া দলের অন্যতম প্রধান নেতা হিসাবে আত্মপ্রকাশ করবেন ৷

শেখ হাসিনার আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ বাংলাদেশে শেষ 15 বছর আওয়ামী লীগের শাসন ছিল ৷ গত 5 অগস্টে হাসিনা সরকারের পতন হওয়ার পর দেশে বড় রাজনৈতিক পরিবর্তন হয় ৷ আওয়ামী লীগের নেতাদের অনেককেই ইউনূস প্রশাসন জেলে পুরেছেন ৷ আবার বহু কর্মা-নেতা আত্মগোপন করে আছেন নয়তো দেশ ছেড়েছেন ৷ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ছেড়ে নতুন রাজনৈতিক দল গড়া নিয়ে নাহিদের সমালোচনা করেছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি ৷

Last Updated : Feb 25, 2025, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details