পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বাংলাদেশে নির্বাচন কবে ? জানিয়ে দিলেন ইউনুস - BANGLADESH ELECTION

কবে হবে বাংলাদেশের নির্বাচন ? জল্পনার অবসান ঘটিয়ে সেই প্রশ্নের উত্তর দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ৷

BANGLA DESH ELECTION
কবে হবে বাংলাদেশের নির্বাচন ? (ফাইল চিত্র)

By PTI

Published : 5 hours ago

ঢাকা, 16 ডিসেম্বর: বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী ? কে হবেন শেখ হাসিনার উত্তরসূরি ? অগস্ট মাসে গণঅভ্যুথানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় পর থেকেই এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস ৷ সোমবার বিজয় দিবসে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনুস জানিয়ে দিলেন কবে হবে দেশের সাধারণ নির্বাচন ৷

আগামী বছর অর্থাৎ 2025 সালের শেষে কিংবা 2026 সালের প্রথমার্ধে হতে পারে বাংলাদেশের নির্বাচন ৷ সোমবার বিজয় দিবসে দেশবাসীর উদ্দেশ্য়ে ভাষণে স্পষ্ট জানিয়ে দিলেন ইউনুস ৷

অগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ক্ষমতায় এসেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস ৷ তারপর থেকে সেদেশের নির্বাচন নিয়ে জল্পনা শুরু হয় ৷ এবার সেই জল্পনার অবসান হল ৷ ইউনুস জানান, দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার পর ও কোনও সংস্কারের প্রয়োজন রয়েছে কি না, সেই বিষয়ে পর্যালোচনার পর নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা হবে ৷

গণঅভ্যুথানের পর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর উঠে আসে ৷ সাম্প্রতিক সময়ে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷ দেশের রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে একাধিকবার সাধারণ নির্বাচনের দাবি তোলে খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) ৷ রাষ্ট্র সংস্কারের জন্য কতদিন প্রয়োজন ? মহম্মদ ইউনুসকে সরাসরি সেই প্রশ্নও করেন খালেদা পুত্র তথা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৷ অবশ্য, এতদিন চুপ ছিলেন ইউনুস ৷

এদিন ইউনুস জানান, রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনার জন্য তিনি একাধিকবার সকলকে অনুরোধ করেছেন ৷ তাঁর কথায়, "রাজনৈতিক ঐক্যমত, ছোট ছোট সংস্কার-সহ ত্রুটিহীন ভোটার তালিকা প্রস্তুত করে সাধারণ নির্বাচন করা হলে এখনও কিছুটা সময় লাগবে ৷ তারপরই চূড়ান্ত নির্ঘণ্ট জানানো হবে ৷" তিনি আরও বলেন, "জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত সংস্কার কিংবা নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচন করতে হলে আরও অন্তত 6 মাস সময় লাগবে ৷"

বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর ব্যাপক রাজনৈতিক পরিবর্তন ঘটে ৷ আগামী নির্বাচনে কয়েক লক্ষ প্রথম ভোটারও রয়েছেন ৷ ইউনুস বলেন, "এই মুহূর্তে দেশের সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মকে ৷ ইতিমধ্যেই তাঁরা প্রস্তুতি শুরু করে দিয়েছে ৷ তাঁদের কাঁধে অনেক দায়িত্ব ৷" ভোটার তালিকা যাচাইয়ের সুযোগ কেউ পায়নি ৷ ফলে, সমস্ত কাজ সম্পূর্ণ করে তবেই সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করা সম্ভব ৷

পড়ুন:শহিদ বুদ্ধিজীবী দিবসে বিবৃতি হাসিনার, নাম না করে ইউনুসদের দাঁতভাঙা জবাব দেওয়ার আহ্বান

ABOUT THE AUTHOR

...view details