শিকাগো, 23 জানুয়ারি: শহরতলির তিনটি জায়গায় চারজনকে গুলি করে হত্যা ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিকাগোয় ৷ স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির সন্ধান চালানো হচ্ছে ৷ উইল কাউন্টি এবং জোলিয়েট শহরের পুলিশ বলেছে যে, তারা হত্যার কারণ সম্পর্কে জানে না এখনও ৷ তবে জানা গিয়েছে, সন্দেহভাজন, 23 বছর বয়সি রোমিও ন্যান্স ৷ তিনি মৃতদের চিনতেন । সিসিটিভি ক্যামেরার ফুটেজের সাহায্যে রবি ও সোমবার এই দু'দিন অভিযুক্তকে একাধিক জায়গায় চিহ্নিত করা গিয়েছে ৷
জোলিয়েট পুলিশ প্রধান উইলিয়াম ইভান্স বলেছেন, "এফবিআইয়ের (আমেরিকার গোয়েন্দা সংস্থা) টাস্ক ফোর্স পলাতক সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে স্থানীয় পুলিশকে সহায়তা করছে । আমি 29 বছর ধরে পুলিশে কর্মরত ৷ কর্মজীবনে আমার দেখা এটিই সম্ভবত সবচেয়ে খারাপ অপরাধ ৷ সোমবার বাড়িতে পাওয়া নিহতরা দুটি পরিবারের সদস্য ৷"
রবিবার এবং সোমবার তিনটি পৃথক স্থানে নিহতদের পাওয়া গিয়েছে ৷ নিহতদের মধ্যে একজনকে রবিবার উইল কাউন্টির একটি বাড়িতে পাওয়া গিয়েছে । প্রথম ঘটনাস্থলের প্রায় 6 মাইল (9.6 কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত জোলিয়েটের দুটি বাড়িতে সোমবার আরও সাতজনকে পাওয়া গিয়েছে । তাদের প্রত্যেকের শরীরেই গুলির ক্ষত ছিল ৷
কর্তৃপক্ষের বিশ্বাস, জোলিয়েটে আরেকটি গুলি চালানো হয়েছে ৷ যার ফলে রবিবার একজন ব্যক্তি আহত হয়েছেন ৷ উইল কাউন্টি চিফ ডেপুটি ড্যান জঙ্গলস জানিয়েছেন, বাড়ির লোকেরা কতক্ষণ মারা গিয়েছে তার কোনও ইঙ্গিত এখনও তাঁর কাছে নেই । ময়নাতদন্ত বাকি রয়েছে ।
আরও পড়ুন :
- ভারতীয় বিমানে 'না', বিনা চিকিৎসায় কিশোরের মৃত্যুতে কাঠগড়ায় মলদ্বীপের প্রেসিডেন্ট
- রামমন্দির অনুষ্ঠানে উৎসবের মেজাজ মার্কিন মুলুকে, বিলবোর্ডে দেখা যাবে উদ্বোধন
- অযোধ্যার আগেই মেক্সিকোতে প্রথম রাম মন্দিরের উদ্বোধন