পশ্চিমবঙ্গ

west bengal

শিকাগোয় বন্দুকবাজের হামলা, নিহত একাধিক

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 2:28 PM IST

Chicago Gunman Attack: শিকাগোয় বন্দুক নিয়ে হামলার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ অভিযুক্তকে চিহ্নিত করা গেলেও এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি ৷

Etv Bharat
শিকাগোয় বন্দুকবাজের হামলা

শিকাগো, 23 জানুয়ারি: শহরতলির তিনটি জায়গায় চারজনকে গুলি করে হত্যা ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিকাগোয় ৷ স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির সন্ধান চালানো হচ্ছে ৷ উইল কাউন্টি এবং জোলিয়েট শহরের পুলিশ বলেছে যে, তারা হত্যার কারণ সম্পর্কে জানে না এখনও ৷ তবে জানা গিয়েছে, সন্দেহভাজন, 23 বছর বয়সি রোমিও ন্যান্স ৷ তিনি মৃতদের চিনতেন । সিসিটিভি ক্যামেরার ফুটেজের সাহায্যে রবি ও সোমবার এই দু'দিন অভিযুক্তকে একাধিক জায়গায় চিহ্নিত করা গিয়েছে ৷

জোলিয়েট পুলিশ প্রধান উইলিয়াম ইভান্স বলেছেন, "এফবিআইয়ের (আমেরিকার গোয়েন্দা সংস্থা) টাস্ক ফোর্স পলাতক সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে স্থানীয় পুলিশকে সহায়তা করছে । আমি 29 বছর ধরে পুলিশে কর্মরত ৷ কর্মজীবনে আমার দেখা এটিই সম্ভবত সবচেয়ে খারাপ অপরাধ ৷ সোমবার বাড়িতে পাওয়া নিহতরা দুটি পরিবারের সদস্য ৷"

রবিবার এবং সোমবার তিনটি পৃথক স্থানে নিহতদের পাওয়া গিয়েছে ৷ নিহতদের মধ্যে একজনকে রবিবার উইল কাউন্টির একটি বাড়িতে পাওয়া গিয়েছে । প্রথম ঘটনাস্থলের প্রায় 6 মাইল (9.6 কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত জোলিয়েটের দুটি বাড়িতে সোমবার আরও সাতজনকে পাওয়া গিয়েছে । তাদের প্রত্যেকের শরীরেই গুলির ক্ষত ছিল ৷

কর্তৃপক্ষের বিশ্বাস, জোলিয়েটে আরেকটি গুলি চালানো হয়েছে ৷ যার ফলে রবিবার একজন ব্যক্তি আহত হয়েছেন ৷ উইল কাউন্টি চিফ ডেপুটি ড্যান জঙ্গলস জানিয়েছেন, বাড়ির লোকেরা কতক্ষণ মারা গিয়েছে তার কোনও ইঙ্গিত এখনও তাঁর কাছে নেই । ময়নাতদন্ত বাকি রয়েছে ।

আরও পড়ুন :

  1. ভারতীয় বিমানে 'না', বিনা চিকিৎসায় কিশোরের মৃত্যুতে কাঠগড়ায় মলদ্বীপের প্রেসিডেন্ট
  2. রামমন্দির অনুষ্ঠানে উৎসবের মেজাজ মার্কিন মুলুকে, বিলবোর্ডে দেখা যাবে উদ্বোধন
  3. অযোধ্যার আগেই মেক্সিকোতে প্রথম রাম মন্দিরের উদ্বোধন

ABOUT THE AUTHOR

...view details