কাঠমান্ডু, 24 জুলাই: নেপালে ভেঙে পড়ল একটি বেসরকারি বিমান ৷ সেই বিমানে 19 জন ছিলেন বলে জানা গিয়েছে ৷ তার মধ্যে 18 জনের মৃত্যু হয়েছে বুধবার সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেকঅফের সময় বিমানটি ভেঙে পড়ে ৷
কাঠমান্ডু বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান, মৃত 18 (ইটিভি ভারত) সূত্র জানিয়েছে, সৌর্য এয়ারলাইন্সের বিমানটি পোখরা যাচ্ছিল ৷ ক্রু-সহ সেই বিমানে ছিলেন কমপক্ষে 19 জন ৷ আজ বেলা 11টা নাগাদ টেকঅফের সময় দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি ৷ বিমানের পাইলটকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরে কর্তব্যরত একজন নিরাপত্তা আধিকারিক ৷
তিনি জানান, বিমানটি ভেঙে পড়ার পরই তাতে আগুন লেগে যায় ৷ মুহূর্তে দাউ দাউ করে আগুন লেগে যাওয়ায় পুরো বিমানটি প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ দমকলকর্মীরা ইতিমধ্যেই আগুন নিভিয়ে ফেলেছেন ৷ দুর্ঘটনাস্থলে রয়েছে পুলিশ ৷
ঘটনাস্থলের ফুটেজে বিমানের ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বেরতে দেখা গিয়েছে ৷ টিআইএ মুখপাত্র সুবাস ঝা বলেন, "পোখরাগামী বিমানটি টেকঅফের সময় রানওয়েতেও দুর্ঘটনার শিকার হওয়ায় দুর্ঘটনাটি ঘটে ৷" হিমালয়ান টাইমস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, টিআইএ-এর তথ্য আধিকারিক জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন যে, বিমানটিতে শুধুমাত্র বিমানসংস্থার প্রযুক্তিগত কর্মীরাই ছিলেন । কোনও যাত্রী ছিলেন না ৷ মাই রিপাবলিকা নিউজ পোর্টাল জানিয়েছে যে, বিমান দুর্ঘটনার পর টিআইএ কর্তৃপক্ষ বিমানবন্দর বন্ধ করে দেয় ৷ বিমানবন্দর বন্ধ থাকায় কয়েক ডজন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানের পরিষেবা ব্যাহত হয় ৷ দুর্ভোগে পড়েন যাত্রীরা ৷
উল্লেখ্য, এর আগে 2023 সালের জানুয়ারি মাসে একটি ইয়েতি এয়ারলাইন্সের বিমান ক্রু ও 68 জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছিল ৷ সেই দুর্ঘটনায় সব যাত্রীর মৃত্যু হয় ৷