পেনসিলভ্যানিয়া, 7 ফেব্রুয়ারি: একটা কি দুটো নয়, একশো কিংবা দু'শোও নয়, হাজার হাজার, না তাও নয় ! একবারে 1 লক্ষ ! হ্যাঁ এই বিপুল সংখ্যক ডিম চুরি গিয়েছে ট্রাকের পিছন থেকে, যার মূল্য 40 হাজার মার্কিন ডলার ৷ ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 36 লক্ষ টাকা ৷
1 ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভ্যানিয়ায় একটি অরগ্যানিক ডিম উৎপাদন সংস্থার ট্রাক থেকে ৷ গত বছর বার্ড ফ্লু-এর কারণে মার্কিন মুলুকের সর্বত্র বহু মুরগিকে মেরে ফেলতে হয়েছে ৷ তাই এখন ডিমের দাম বেশ চড়া ৷ পুলিশ জানিয়েছে, গত শনিবার রাত 8টার সময় আন্তরিম টাউনশিপের পেট অ্যান্ড গেরি'স অরগ্যানিক্স-এর ডিম বিতরণকারী ট্রাকের পিছন দিক থেকে এক লক্ষ ডিম তুলে নেওয়া হয়েছে ৷ আর সেই ডিম-চোরকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ ৷
পেনসিলভ্যানিয়া স্টেট পুলিশের মতে, ডিমের আকাশছোঁয়া দামের জন্যই এমন কাণ্ড ৷ পুলিশের মুখপাত্র মেগান ফ্রেজার বলেন, "আমরা এখানকার লোকজনের উপরে ভরসা রাখছি ৷ হয়তো কেউ কিছু জানে ৷ তাঁরা আমাদের ডেকে কিছু টিপস দেবে ৷"
সংস্থার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এই ডিম চুরির তদন্তে কোম্পানি পুলিশ প্রশাসনকে সাহায্য করছে ৷ "আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি ৷ যত তাড়াতাড়ি সম্ভব এর তদন্ত শেষ হোক, আমরা এর জন্য প্রতিশ্রুতিবদ্ধ ৷"
এছাড়া এই বিপুল ডিম চুরির কিনারা করতে পুলিশ প্রত্যক্ষদর্শীদের খোঁজ করছে ৷ সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে, যদি সেখান থেকে চোরেদের শনাক্ত করা যায় ৷ 12 বছর ধরে পুলিশের চাকরি করছেন মেগান ফ্রেজার ৷ এই চুরি প্রসঙ্গে তিনি বলেন, "আমার কর্মজীবনে আমি এরকম এক লক্ষ ডিম চুরির কথা কখনও শুনিনি ৷ এটা সত্যিই অন্যরকম ৷"
2023 সালের গ্রীষ্মে আমেরিকায় বার্ড ফ্লু-র প্রাদুর্ভাব দেখা দেয় ৷ এক মাসেই পোলট্রি চাষিরা লক্ষ লক্ষ মুরগিকে মেরে ফেলতে বাধ্য হন ৷ সেই হিড়িক এখনও চলছে ৷ স্বাভাবিকভাবে ডিমের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি ৷ পরিস্থিতির তেমন কিছু পরিবর্তন হয়নি ৷ ইস্টারের আগে ডিমের দামে স্বস্তি মিলবে বলে মনে করছে না বাসিন্দারা ৷
গত ডিসেম্বরে দেশজুড়ে ডজন প্রতি ডিমের দাম ছিল 4.15 ডলার ৷ দু'বছর আগেও দেশে ডিমের দাম বেড়েছিল এবং প্রতি ডজন ডিমের দাম উঠেছিল 4.82 ডলার ৷ কিন্তু এবছর ডিমের দাম আরও 20 শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করছে আমেরিকার কৃষি দফতর ৷