হায়দরাবাদ: বিশ্ব স্বাস্থ্য দিবস, প্রতি বছর 7 এপ্রিল সারা বিশ্বে পালিত হয় ৷ এই দিনের লক্ষ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক সচেতনতা তৈরি করা । বিশ্বে একাধিক স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে ৷ অসংক্রামক রোগ থেকে শুরু করে দুর্যোগ, এমনকী জলবায়ু পরিবর্তন পর্যন্ত সুস্বাস্থ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে । ফলে স্বাস্থ্যের অধিকার উপলব্ধি করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ।
'আমার স্বাস্থ্য, আমার অধিকার':প্রতিবছর কোনও না কোনও থিম নিয়ে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস ৷চলতি বছর এই দিনের থিম 'আমার স্বাস্থ্য, আমার অধিকার' । সর্বত্র মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং সেই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য, নিরাপদ পানীয় জল, পুষ্টি, মানসম্পন্ন আবাসন, পরিবেশগত অবস্থা এবং স্বাধীনতা পাওয়া মানুষের অধিকার ৷
বিশ্ব স্বাস্থ্য দিবসের ইতিহাস (History Of World Health Day):7 এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO (World Health Organization) । বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948 সালে বিভিন্ন দেশগুলি দ্বারা স্বাস্থ্যের প্রচার, দুর্বলদের সেবা এবং বিশ্বকে নিরাপদ রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ৷ লক্ষ্য ছিল বিশ্বের প্রত্যেকের উন্নত স্বাস্থ্য এবং জীবনযাত্রা স্বাভাবিক করা । 1950 সালে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে স্বাস্থ্যকর জীবনযাপন এবং সুস্থতার প্রচার করার জন্য 7 এপ্রিল প্রথম বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছিল ।