আসানসোল, 14 এপ্রিল: আসানসোলে প্রথমবার 500 শয্যাবিশিষ্ট বিশ্বমানের মাল্টি সুপার স্পেশালিটি নার্সিংহোম তৈরি হল । উন্নত চিকিৎসার জন্য যাঁরা এতদিন চেন্নাই বা রাজ্যের বাইরে যেতেন, তাঁরা সেই চিকিৎসা পরিষেবা এ বার আসানসোলে বসেই পাবেন বলে দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের । তবে শুধু আসানসোল নয়, প্রতিবেশী জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভুম এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, বিহারের বহু মানুষও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন এই নার্সিংহোমে । আসানসোলের সেন্ট্রামে এই আধুনিক নার্সিংহোম গড়ে উঠেছে ।
কী কী পরিষেবা মিলবে এই নার্সিংহোমে ?
নার্সিংহোমের কর্ণধার তথা বিশিষ্ট চিকিৎসক অরুণাংশু গঙ্গোপাধ্যায় জানান, "এই নার্সিংহোমে ডিজিটাল 170 স্লাইস পেট সিটি রয়েছে । এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বেশিরভাগই অ্যানালগ পেট সিটি । ডিজিটাল দু-একটি নার্সিংহোমে হলেও, 170 স্লাইস পেট সিটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথাও নেই ।"
তিনি আরও জানান, "এই নার্সিংহোমেই প্রথম ডিজিটাল এমআরআই নিয়ে আসা হয়েছে । ডিজিটাল এমআরআই-এ সময় অনেক কম লাগে । এমআরআই করার সময় রোগীর অনেক ক্ষেত্রে ক্লসটোফোবিয়া হয় । ফলে এ ক্ষেত্রে রোগী বেশিক্ষণ থাকতে পারেন না । ডিজিটাল এমআরআইএ কম সময় লাগার জন্য অনেকের পক্ষেই সুবিধাজনক হবে ।"
তিনি এই হাসপাতালের সুবিধাগুলির কথা বলতে গিয়ে জানান, এই নার্সিংহোমের 14টি মডিউলার স্টিল অপারেশন থিয়েটার করা হয়েছে । যার মধ্যে একটি রয়েছে রোবটিক সার্জারি । অর্থাৎ এবার থেকে আসানসোল শহরেই মিলবে রোবটিক সার্জারির সুবিধা । মোট 500 শয্যার এই নার্সিংহোমে 175টি থাকছে আইসিউ বেড । এই নার্সিংহোমে থাকছে একটি ট্রান্সপ্ল্যান্ট আইসিইউয়ের ব্যবস্থা । লিভার বা কিডনি ট্রান্সপ্লান্ট হলে সেই সমস্ত রোগীদের এই আইসিউতে রাখা হবে ।
সমস্ত ধরনের আধুনিক সুযোগ-সুবিধা এই নার্সিংহোমে থাকছে বলে জানিয়েছেন অরুণাংশু গঙ্গোপাধ্যায় । আসানসোলে এতদিন এই ধরনের কোনও নার্সিংহোম ছিল না । এই প্রথমবার এত বড় মাপের একটি নার্সিংহোম তৈরি হল । অরুণাংশু গঙ্গোপাধ্যায়ের দাবি, খরচের দিক থেকে অন্য সাধারণ নার্সিংহোমে যা খরচ, সেই খরচেই এখানে মিলবে অত্যাধুনিক চিকিৎসা । তাঁর কথায় উন্নত চিকিৎসার জন্য আর আসানসোলবাসীদের অন্তত চেন্নাই, হায়দরাবাদ বা বেঙ্গালুরু দৌড়তে হবে না। ঘরে বসেই মিলবে এমন চিকিৎসার সুবিধা ।
আরও পড়ুন:
- শহরে বেড না পাওয়ার অভিযোগ, ফের কাঠগড়ায় এসএসকেএম
- বিরল অস্ত্রোপচারে চার বছরের শিশুর প্রাণ বাঁচল এসএসকেএমে
- জেলা হাসপাতালে প্রথমবার অর্থ্রোস্কপি সার্জারি, খেলোয়াড়ের লিগামেন্ট জুড়লেন চিকিৎসক