পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

আসানসোলে বিশ্বমানের মাল্টি সুপার স্পেশালিটি নার্সিংহোম, হবে রোবটিক সার্জারি - World class nursing home in Asansol - WORLD CLASS NURSING HOME IN ASANSOL

World class nursing home in Asansol: আসানসোলে তৈরি হল বিশ্বমানের মাল্টি সুপার স্পেশালিটি এক নার্সিংহোম ৷ সেখানে হবে রোবোটিক সার্জারিও ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Apr 14, 2024, 3:51 PM IST

আসানসোল, 14 এপ্রিল: আসানসোলে প্রথমবার 500 শয্যাবিশিষ্ট বিশ্বমানের মাল্টি সুপার স্পেশালিটি নার্সিংহোম তৈরি হল । উন্নত চিকিৎসার জন্য যাঁরা এতদিন চেন্নাই বা রাজ্যের বাইরে যেতেন, তাঁরা সেই চিকিৎসা পরিষেবা এ বার আসানসোলে বসেই পাবেন বলে দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের । তবে শুধু আসানসোল নয়, প্রতিবেশী জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভুম এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, বিহারের বহু মানুষও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন এই নার্সিংহোমে । আসানসোলের সেন্ট্রামে এই আধুনিক নার্সিংহোম গড়ে উঠেছে ।

কী কী পরিষেবা মিলবে এই নার্সিংহোমে ?

নার্সিংহোমের কর্ণধার তথা বিশিষ্ট চিকিৎসক অরুণাংশু গঙ্গোপাধ্যায় জানান, "এই নার্সিংহোমে ডিজিটাল 170 স্লাইস পেট সিটি রয়েছে । এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বেশিরভাগই অ্যানালগ পেট সিটি । ডিজিটাল দু-একটি নার্সিংহোমে হলেও, 170 স্লাইস পেট সিটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথাও নেই ।"

তিনি আরও জানান, "এই নার্সিংহোমেই প্রথম ডিজিটাল এমআরআই নিয়ে আসা হয়েছে । ডিজিটাল এমআরআই-এ সময় অনেক কম লাগে । এমআরআই করার সময় রোগীর অনেক ক্ষেত্রে ক্লসটোফোবিয়া হয় । ফলে এ ক্ষেত্রে রোগী বেশিক্ষণ থাকতে পারেন না । ডিজিটাল এমআরআইএ কম সময় লাগার জন্য অনেকের পক্ষেই সুবিধাজনক হবে ।"

তিনি এই হাসপাতালের সুবিধাগুলির কথা বলতে গিয়ে জানান, এই নার্সিংহোমের 14টি মডিউলার স্টিল অপারেশন থিয়েটার করা হয়েছে । যার মধ্যে একটি রয়েছে রোবটিক সার্জারি । অর্থাৎ এবার থেকে আসানসোল শহরেই মিলবে রোবটিক সার্জারির সুবিধা । মোট 500 শয্যার এই নার্সিংহোমে 175টি থাকছে আইসিউ বেড । এই নার্সিংহোমে থাকছে একটি ট্রান্সপ্ল্যান্ট আইসিইউয়ের ব্যবস্থা । লিভার বা কিডনি ট্রান্সপ্লান্ট হলে সেই সমস্ত রোগীদের এই আইসিউতে রাখা হবে ।

সমস্ত ধরনের আধুনিক সুযোগ-সুবিধা এই নার্সিংহোমে থাকছে বলে জানিয়েছেন অরুণাংশু গঙ্গোপাধ্যায় । আসানসোলে এতদিন এই ধরনের কোনও নার্সিংহোম ছিল না । এই প্রথমবার এত বড় মাপের একটি নার্সিংহোম তৈরি হল । অরুণাংশু গঙ্গোপাধ্যায়ের দাবি, খরচের দিক থেকে অন্য সাধারণ নার্সিংহোমে যা খরচ, সেই খরচেই এখানে মিলবে অত্যাধুনিক চিকিৎসা । তাঁর কথায় উন্নত চিকিৎসার জন্য আর আসানসোলবাসীদের অন্তত চেন্নাই, হায়দরাবাদ বা বেঙ্গালুরু দৌড়তে হবে না। ঘরে বসেই মিলবে এমন চিকিৎসার সুবিধা ।

আরও পড়ুন:

  1. শহরে বেড না পাওয়ার অভিযোগ, ফের কাঠগড়ায় এসএসকেএম
  2. বিরল অস্ত্রোপচারে চার বছরের শিশুর প্রাণ বাঁচল এসএসকেএমে
  3. জেলা হাসপাতালে প্রথমবার অর্থ্রোস্কপি সার্জারি, খেলোয়াড়ের লিগামেন্ট জুড়লেন চিকিৎসক

ABOUT THE AUTHOR

...view details