পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

আবারও আট বছরের ছাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ! কেন এই বয়সে হৃদপিণ্ড দুর্বল হয়ে পড়ে ? - CHILD HEART HEALTH

কর্ণাটকের পর, গুজরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে 8 বছর বয়সি এক ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । জীবনধারার পরিবর্তন নাকি অন্য কিছু ?

Children's Hearts Becoming Weaker
হৃদরোগে আক্রান্ত (ETV Bharat)

By ETV Bharat Health Team

Published : Jan 11, 2025, 4:12 PM IST

Updated : Jan 13, 2025, 11:20 AM IST

কখনও কি ভেবে দেখেছেন যে আনন্দ ও উৎসাহে ভরা একটি নিষ্পাপ শৈশব এখন হৃদরোগের ঝুঁকিতে ? সম্প্রতি গুজরাত এবং কর্ণাটক থেকে দুটি হৃদয়বিদারক ঘটনা প্রকাশ পেয়েছে ৷ যেখানে 8 বছর বয়সি দুই শিশু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছে । এই দুটি ঘটনা বর্তমানে কোটি কোটি মানুষের মনে ভয় ও উদ্বেগের সৃষ্টি করছে ।

জানুয়ারিতে গুজরাতের আমেদাবাদের একটি স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে 8 বছরের এক ছাত্রীর মৃত্যু হয়েছে । সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, সকাল 7:30 মিনিটের দিকে ছাত্রীটি তার স্কুল ব্যাগ নিয়ে ক্লাসের দিকে হেঁটে যাচ্ছে । তারপর হঠাৎ কিছুটা কষ্ট অনুভব করে পাশের চেয়ারে বসে থাকার সময় হঠাৎ তার খুব ব্যথা শুরু হয় । যখন শিক্ষকরা এবং কাছাকাছি দাঁড়িয়ে থাকা অন্যান্য স্কুলের বাচ্চারা কিছু বুঝতে পারল, ততক্ষণে মেয়েটির অবস্থার অবনতি হয়ে গিয়েছে । শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন, মেয়েটির হৃদরোগ মারা গিয়েছে ।

কয়েকদিন আগে কর্ণাটকের মহীশূর জেলার একটি স্কুল প্রাঙ্গণে হৃদরোগে আক্রান্ত হয়ে 8 বছরের এক শিশুর মৃত্যু হয় । এই ছাত্রীটি তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল এবং যখন তার স্বাস্থ্যের অবনতি ঘটে তখন সে তার ক্লাসে ছিল । তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ৷ এই দু'টি ঘটনা এখন জনগণকে বিভ্রান্ত করে তুলেছে ৷ কেন শৈশবে হৃদয় দুর্বল হয়ে পড়ছে । জীবনধারা, পরিবর্তিত অভ্যাস নাকি অন্য কিছু ? জেনে নিন, এই বিপজ্জনক শিশুদের মধ্যে হৃদরোগ কেন বাড়ছে ৷

কার্ডিয়াক অ্যারেস্ট কী ?

কার্ডিয়াক অ্যারেস্ট একটি বিপজ্জনক অবস্থা যেখানে একজন ব্যক্তির হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় । এরফলে হৃদপিণ্ড রক্ত ​​সঞ্চালন বন্ধ হয় ৷ যা পুরো শরীরের উপর প্রভাব ফেলে । তাই একে সাডেন কার্ডিয়াক অ্যারেস্টও বলা হয় । হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলে নিম্নলিখিত লক্ষণগুলি দেখা দেয় ।

হৃদরোগের লক্ষণ:বুকে ব্যথা, মাথা ঘোরা, শ্বাস নিতে অসুবিধা, দ্রুত হৃদস্পন্দন, বমি, পেটে ব্যথা ইত্যাদি ৷

শিশুদের হৃদযন্ত্রের ব্যর্থতার কারণ কী জানালেন চিকিৎসক:

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাঃ বিদ্যা সুরতকাল বলেন, "হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিউর এবং হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট, যার মধ্যে রয়েছে অ্যারিথমিয়া, এনজাইনা, করোনারি আর্টারি ডিজিজ (CAD) ৷ হৃদরোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা ভয়াবহ । দেশ জুড়ে এই জীবন-ঝুঁকিপূর্ণ অবস্থা লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী ।"

জাঙ্ক ফুড এবং অস্বাস্থ্যকর খাবার:আজকাল শিশুরা জাঙ্ক ফুড, চিনিযুক্ত পানীয় এবং তৈলাক্ত খাবার বেশি খায় । এরফলে স্থূলতা এবং উচ্চ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় ।

শারীরিক কার্যকলাপের অভাব:প্রযুক্তির যুগে শিশুরা ভিডিয়ো গেম এবং মোবাইল ফোনে বেশি সময় ব্যয় করে, যা শারীরিক কার্যকলাপ হ্রাস করে এতে হৃদপিণ্ডের উপর চাপ বেড়ে যায় ।

জন্মগত হৃদরোগ:কিছু শিশু হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে ৷ যা সময়মতো শনাক্ত না করলে মারাত্মক হতে পারে ।

কার্ডিয়াক অ্যারেস্টের প্রধান কারণ হল ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন বা ভেন্ট্রিকুলার টাকাইকার্ডিয়া । একইসঙ্গে এর গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে পূর্ববর্তী হার্ট ব্লক, করোনারি হার্ট ডিজিজ, হার্টের ভালভ রোগ, জন্মগত হার্টের ত্রুটি এবং ত্রুটিপূর্ণ জিন । এছাড়াও, কিছু ক্ষেত্রে হৃদরোগের ওষুধের কারণে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, যারফলে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে ।

শিশুর খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার যেমন ফল, শাকসবজি এবং ফাইবার থাকা উচিত ।

নিয়মিত বাইরের কার্যকলাপ এবং ব্যায়ামকে উৎসাহিত করুন ৷

সময়মতো যেকোনও সমস্যা শনাক্ত করার জন্য বছরে স্বাস্থ্য পরীক্ষা করা উচিত ।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

Last Updated : Jan 13, 2025, 11:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details