কলকাতা:একটা বয়সের পর ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে যায় । যা ত্বকের জেল্লা হারাতে শুরু হয় ৷ ফলে চেহারাতও আসে নানান পরিবর্তন ৷ 30 পেরোনোর আগেই অ্যান্টি-এজিং স্কিন কেয়ারের সাহায্য নিতে হয় । নিয়মিত মুখ ধোয়া এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে নাইট ক্রিম মাখা একটা প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায় ৷ এসবের সঙ্গে সঙ্গে ত্বকের জন্য স্বাস্থ্যকর খাওয়াদাওয়া ভীষণভাবে জরুরি ৷
তবে আজকাল যেসব মুখের জন্য পণ্য ব্যবহার করা হয় তাতে অনেকসময় রেটিনল থাকতে পারে ৷ তাই অবশ্যই আপনার দেখে নেওয়া জরুরি ৷ যা ত্বকের জন্য ভীষণভাবে উপকারী ৷
রেটিনল কী (What is retinol) ?
রেটিনল হল এমন একটি উপাদান যা ত্বকের বার্ধক্য প্রতিরোধে ভীষণভাবে কার্যকর । ত্বকের সমস্যায় চিকিৎসকরা রেটিনল ব্যবহারের কথা বলে থাকেন ৷ রেটিনল, স্যালিসিলিক, হাইলুরনিক অ্যাসিডের মতো বিভিন্ন পণ্য রূপচর্চার দুনিয়ায় একটা জায়গা করে নিয়েছে ।
এন আই এইচ (NIH)- এর তথ্য অনুযায়ী, রেটিনল ত্বকের বার্ধক্য জেনেটিক্স, পরিবেশগত এক্সপোজার (ইউভি বিকিরণ, জেনোবায়োটিকস এবং যান্ত্রিক চাপ), হরমোনের পরিবর্তন এবং বিপাকীয় প্রক্রিয়া (অ্যাক্টিভেটেড অক্সিজেন প্রজাতি, শর্করা ও অ্যালডিহাইডের মতো প্রতিক্রিয়াশীল রাসায়নিক যৌগের বিভিন্ন কারণকে দ্বারা প্রভাবিত করে । সমস্ত কারণ একসঙ্গে ত্বকের গঠন, কার্যকারিতা এবং চেহারা পরিবর্তনের উপর কাজ করে ।
বিশেষজ্ঞদের মতে, রেটিনল কমবেশি ভিটামিন এ- এর একটি রূপ । এটি একটি উপাদান যা বিভিন্ন লোশন এবং ক্রিমগুলিতে পাওয়া যায় ৷ এটি অ্যান্টি-এজিং ও ত্বকের বলিরেখা কমাতে সাহায্য় করে ৷