হায়দরাাবদ: কোনও অনুষ্ঠান যাওয়ার সময় আত্মীয় বাড়িতে আমরা উপহার নিয়ে যাই ৷ কিন্তু ওই উপহার আমরা রাশি অনুয়ায়ী দিতে পারি তাহলে সেটা আমাদেরও একটা সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় ৷ জেনে নিন, রাশি অনুযায়ী কী গিফট করলে আপনার সুখ ও সমৃদ্ধি হবে ৷
মেষ রাশি: এই রাশির অধিপতি মঙ্গল ৷ এরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন ৷ তাই এই রাশির জাতক-জাতিকা কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট বা কোনও রহস্যের বই উপহার দিতে পারেন ৷ মেষ রাশির জাতকরা পছন্দও করেন রংচঙে জিনিস ৷ তাই এই রাশির জাতকদের এই ধরনের জিনিস দেওয়া শুভ ৷
বৃষ রাশি:বৃষ রাশির অধিপতি হল শুক্র ৷ এদের মধ্যে সৌন্দর্যতা ও শৌখিনতা লক্ষ করা যায় ৷ এই রাশির জাতকরা কোনও জুয়েলারি বা গারমেন্টের কোনও আইটেম অথবা শৌখিন কোনও জিনিস গিফট করতে পারেন ৷ যা এই রাশির জন্য শুভ হবে ৷
মিথুন রাশি: এই রাশির অধিপতি হল বুধ ৷ এই রাশির জাতকরা কাউকে সবুজ জাতীয় কোনও ড্রেস উপহার দিতে পারেন ৷ এরা খুব কথা বলতে ও বই পড়তে ভালোবাসে ৷ তাই বই গিফট করতে পারেন ৷ অথবা গাছ উপহার হিসাবে দিতে পারেন ৷
কর্কট রাশি: এই রাশির অধিপতি হল চন্দ্র ৷ এই রাশির জাতকরা একটু অনুভূতি প্রবণ হয় ৷ এই রাশির জাতক সুগন্ধি কোনও জিনিস বা পারফিউম গিফট করতে পারেন ৷ এছাড়াও যদি রান্নার কোনও জিনিস গিফট হিসাবে দিতে পারেন তাহলে তার জন্য ভালো হবে ৷
সিংহ রাশি: এই রাশির অধিপতি হল রবি ৷ এই রাশির মানুষরা অন্যদের থেকে একটু আলাদা হয় ৷ এরা অন্যদের থেকে আলাদাভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় তাই এরা সবার থেকে একটু আলাদারকম থাকতে পছন্দ করেন ৷ এরা যদি কাওকে উপহার হিসাবে লাল বা কমলা রঙের পোশাক যদি দিতে পারেন, তাহলে তাদের জন্য ভালো হবে ৷