হায়দরাবাদ: আজকাল অনেকেই কোমর ব্যথার সমস্যায় ভুগছেন । কিন্তু অনেকেই মনে করেন, দীর্ঘক্ষণ বসে থাকা, শারীরিক পরিশ্রমের অভাব, বয়স হয়ে যাওয়া এবং অতিরিক্ত ওজন হওয়া কোমরের ব্যথার কারণ। তবে এগুলি ছাড়াও আরও কিছু কারণও কোমর ব্যথার কারণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা ।
মোটা ওয়ালেট: ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, টাকা ইত্যাদি একসঙ্গে রাখার জন্য অনেকে বড় ওয়ালেট ব্যবহার করে থাকেন ৷ বিশেষজ্ঞরা বলে থাকেন, প্যান্টের পিছনের পকেটে বড় পার্স নিয়ে চেয়ারে অনেকক্ষণ বসে থাকলে নিতম্বের পেশীতে চাপ পড়ে, যা সায়াটিকা স্নায়ুকে প্রভাবিত করে । ফলে কোমরে ব্যথা বেড়ে যেতে পারে ৷ তাই বিশেষজ্ঞরা পাতলা অর্থাৎ ছোট ওয়ালেট ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন ৷
হাঁটার ধরন: অনেকে সকালে ঘুম থেকে উঠে বা রাতে শুতে যাওয়ার আগে ভুলভাবে হাঁটাহাঁটি করে থাকেন ৷ অনেক সময় হাঁটার ধরন আলাদা হতে পারে ৷ ফলে শরীরে প্রভাবিত করে ও কোমরে ব্যথা বেড়ে যায় ৷ তাই হাঁটার আগে কোনও চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়ম মেনে তা করা জরুরি ৷