হায়দরাবাদ:ঝলমলে ও উজ্জ্বল ত্বক কে না চায় ? এর জন্য আপনিও অবশ্যই বিভিন্ন ধরনের প্রতিকার চেষ্টা করছেন । এমন পরিস্থিতিতে জায়ফল মুখে ব্যবহারের উপকারিতা জানেন কি ? ত্বকের যত্নে জায়ফলের ব্যবহার খুবই কার্যকরী । এটি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট, যা আপনার মুখের মরা চামড়া দূর করতে কাজ করে । এটি মুখে ঘষলে ত্বকের গঠন উন্নত হয় । জেনে নিন, মুখে জায়ফল ব্যবহারের উপকারিতা সম্পর্কে (About the benefits of using nutmeg on the face) ৷
পিগমেন্টেশন দূর করে:অনেকের ত্বকে অতিরিক্ত মেলানিন উৎপাদন হয় ৷ তা কমাতে জায়ফলের ব্যবহার খুবই ভালো । এটি প্রাকৃতিকভাবে ত্বক ফর্সা করে এবং হাইপারপিগমেন্টেশন কমায় এবং আপনাকে উজ্জ্বল ত্বক দিতেও খুব কার্যকর ।
ত্বকের মৃত কোষ দূর করে:জায়ফল ত্বকের মৃত কোষ দূর করে মুখের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে । এটি একটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট যা সংবেদনশীল ত্বকের লোকেদের জন্যও উপযুক্ত । ত্বকের যত্নের পণ্যগুলির সঠিক সুবিধা পেতে, সময়ে সময়ে ত্বককে এক্সফোলিয়েট করা গুরুত্বপূর্ণ ।