হায়দরাবাদ:গোলাপি ঠোঁট পেতে কোনও দামি জিনিস ব্যবহার করার দরকার নেই । আপনার বাড়িতেই এমন কিছু জিনিস রয়েছে, যা ব্যবহার করলেই নরম গোলাপি ঠোঁট পাবেন । যাকে মুখ আরও আকর্ষণীয় দেখায় । গোলাপের পাপড়ির মতো রঙের ঠোঁট মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ করে । তবে নানা কারণে অনেক মেয়ের কালো হয়ে যায় ৷
অনেক ক্ষেত্রেই দেখা যায়, ঠোঁটে জেল্লা না-থাকলে মেয়েরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে । ঠোঁট সুন্দর করতে বিভিন্ন ধরনের ক্রিম এবং জেল ব্যবহার করা হয় । তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের কিছু টিপস মেনে চললে আপনি কয়েক দিনের মধ্যেই লাল ও মসৃণ ঠোঁট পেতে পারেন ।
লেবুর রস ও মধু: একটি ছোট পাত্রে লেবুর রস এবং মধু সমানভাবে নিয়ে ভালো করে মিশিয়ে নিন । তারপর ঠোঁটে লাগিয়ে 15 মিনিট পর ধুয়ে ফেলুন । এটি করলে ঠোঁটের কালো ভাব কমে যাবে ও ঠোঁট নরম হবে ।
প্রতিদিন পাকা পেঁপে খান! কী বলছেন বিশেষজ্ঞরা ?
শসার টুকরো: বিশেষজ্ঞদের মতে, শসার কিছু গুণাগুণ ঠোঁটের কালো রং ও পিগমেন্টেশনের সমস্যা কমাতে পারে । শসার টুকরো পাতলা করে কেটে 10-15 মিনিটের জন্য ঠোঁটে রাখতে হবে । এটা করলে ঠোঁটে গোলাপি আভা দেয় ।
গোলাপের পাপড়ি পেস্ট: কিছু তাজা গোলাপের পাপড়ি নিন এবং একটি মসৃণ পেস্ট তৈরি করুন । এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন । প্রতিদিন এটি করলে ওপরের কালো ভাব কমে যাবে ।
অলিভ অয়েল, চিনি: একটি ছোট পাত্রে কিছু অলিভ অয়েল নিন ও তাতে চিনি মেশান । এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে ঠোঁটে মাসাজ করুন । এতে ঠোঁট নরম ও চকচকে হয় ।
অ্যালোভেরা জেল: যাদের ঠোঁট কালো তারা ঘন ঘন তাজা অ্যালোভেরা জেল লাগালে ভালো ফল পেতে পারেন । বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন এটি করলে ঠোঁট শুষ্ক হওয়া থেকে রক্ষা পাবে । 2019 সালে 'কসমেটিক ডার্মাটোলজি' জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, গবেষকরা দেখেন যে দিনে দু'বার অ্যালোভেরা জেল ঠোঁটে লাগালে ঠোঁট লাল হয়ে যায় । আমেরিকার নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ডাঃ ডেভিড ইয়াং এই গবেষণায় অংশ নেন। তিনি দাবি করেন যে ঠোঁটে অ্যালোভেরা জেল লাগালে ঠোঁট নরম ও লাল হয়ে যায় ।
- ঠোঁটে বিটরুটের রস লাগালেও উপকার পাওয়া যায়।
- এক চিমটি হলুদ কিছু দুধের সঙ্গে মিশিয়ে ঠোঁটে মালিশ করলে ঠোঁট লাল হয়ে যাবে ।
- ঠোঁটে নারকেল তেল লাগানোও উপকারী ।
- গ্রিন টি ব্যাগ ঠোঁটে লাগালে গোলাপি আভা আসে ৷ এর সঙ্গে সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া ও শাকসবজি ফল খাওয়া দরকার ৷
রাতে দুধে মধু মিশিয়ে খান, ম্যাজিকের মতো উপকার পাবেন