হায়দরাবাদ:প্রতিদিনের কাজ, বাতাসে ধুলো-ঘামের কারণে ত্বকে ময়লা জমে । এইজন্য অনেকে দিনে দুই থেকে তিনবার মুখ ধুয়ে থাকেন ৷ অনেকে আবার বারবার মুখ ধুয়ে থাকেন ৷ ভেবে থাকেন মুখ ঘনঘন ধুলে পরিষ্কার থাকবে ৷ কিন্তু আপনি ত্বকের জন্য ক্ষতি হতে পারে ৷ জেনে নিন, বহুবার মুখ ধুলে কী হয় ?
ত্বকের সমস্যা হওয়ার সম্ভাবনা: অনেকেই মনে করেন মুখ ধোয়া ত্বকের অমেধ্য দূর করে এবং পরিষ্কার করে । কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি একটি বড় ভুল । সিবাম ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে । এটা বলা হয় যে আপনার মুখ বেশিবার ধোয়ার ফলে এটি দূর হবে । ফলে ত্বক সংক্রান্ত সমস্যা হওয়ার আশঙ্কা থাকে বেশি । এটি সতর্ক করা হয় ত্বক আরও শুষ্ক এবং ফ্ল্যাকি হওয়ার ঝুঁকি রয়েছে । তাই বলা হয় দিনে দুই থেকে তিনবার মুখ ধোয়াই ভালো ৷
2016 সালে 'জার্নাল অফ ডার্মাটোলজি'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, যারা দিনে কয়েকবার মুখ ধুতেন তারা ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করেছেন । নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ডেভিড পেরিন এই গবেষণায় অংশ নিয়েছিলেন । তিনি বলেন, "যারা প্রতিদিন দুই বা তিনবারের বেশি মুখ ধোয় তাদের শুষ্ক ত্বকের মতো ত্বকের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ।"