কলকাতা: বাড়ির কোনা আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি । প্রতিদিনই প্রায় ঘরের ধুলো ঝাড়া হয় । ঘরের মেঝে পরিষ্কার রাখা, বিছানা পরিষ্কার রাখা, এগুলি খুবই স্বাভাবিক ব্যাপার । এর মধ্যে বাথরুম পরিষ্কার রাখাটাও জরুরি ৷ পরিষ্কারের সঙ্গে সঙ্গে দুর্গন্ধ মুক্ত করাও জরুরি ৷ তবে বাথরুম প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করা হয় ৷
কিন্তু বাথরুমের দুর্গন্ধ দূর করতে কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করতে পারেন ৷ যা আপনার বাথরুমকে ফ্রেশ রাখবে ৷ আগেকার দিনে সকালে চন্দন-কর্পূর জলের এবং সন্ধেবেলায় ধুনো দেওয়ার একটা রীতি ছিল । এতে ঘর জুড়ে থাকত এক সুন্দর গন্ধ । আর ধূনার গন্ধে সন্ধ্যায় পোকামাকড় যেমন পালাত, তেমনই ঘরময় ভালো গন্ধ । এগুলি ছিল তখনকার দিনের রুম ফ্রেশনার । আর এখন ঘরে ও বাথরুমের সুগন্ধের জন্য দামি ব্র্যান্ডের ফ্রেশনার ব্যবহার করা হয় ৷
তবে কিছু জিনিস ফেলে না দিয়ে আপনি ঘরের বা বাথরুমের ফ্রেশনার তৈরি করে নিতে পারবেন ৷ যাতে ঘরে সুগন্ধ আসার সঙ্গে সঙ্গে ঘরে বর্ষায় আসা বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও কমাতে সাহায্য় করবে ৷ এমন কিছু জিনিস রয়েছে, যা বাথরুম দুর্গন্ধযুক্ত করতে পারে ৷
লেবু: প্রাকৃতিকভাবে সুগন্ধি, লেবুর গন্ধ শোষণ করার ক্ষমতা রয়েছে ৷ সেজন্য যদি আমরা ফেলে দেওয়া লেবুর খোসা, লেবুর টুকরো বা লেবুর রস একটি পাত্রে রেখে বাথরুমে রাখি তাহলে দুর্গন্ধ চলে যাবে । বাটিটি বাতাস চলাচলের জায়গায় যেমন, বাথরুমের জানলার কাছে রাখলে ভালো ফলাফল দেখা যায় । তবে এটি একদিন পরপর পরিবর্তন করুন ৷