হায়দরাবাদ: পোষ্য মানেই সারাদিন গা ঘেঁষে থাকে ৷ সারক্ষণ পায়ে পায়ে ঘোরে ৷ কিন্তু অনেকেই রাতের বেলায় পোষ্যকে কাছ ছাড়া করতে চান না ৷ বিছানায় পোষ্যের সঙ্গে ঘুমোন ৷ কিন্তু জানেন কি চার পেয়ে পোষ্যকে বিছানায় নিয়ে ঘুমোলে বেশ কয়েকটি বিষয়ে যত্নশীল হওয়া দরকার ৷ নটিংহ্যাম টেন্ট বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা এই রকমই তথ্য উঠে এসেছে ৷
দেখা গিয়েছে পোষ্যদের সঙ্গে সময় কাটালে যেমন একাকীত্ব থেকে রেহাই পাওয়া য়ায়, সেইরকম শরীর ও মন দুই ভালো থাকে ৷ সমীক্ষায় দেখা গিয়েছে বাড়িতে পোষ্য থাকলে তার সংস্পর্শে থাকতে ইতিবাচকতা কাজ করে ৷
বিছানা ভাগ করে নেওয়া:
কারও সঙ্গে বিছানা ভাগ করে নিলে ঘুমের ব্যাঘাত ঘটবে ৷ তা সে আদরের চার পেয়ে পোষ্য হোক কিংবা মানুষ ৷ দেখা গিয়েছে বিছানা যত বড় হোক না কেন, দ্বিতীয় ব্যক্তির নড়া-চড়া ঘুমের ব্যাঘাত ঘটনা ৷ তাই অনেকেই পোষ্যকে সঙ্গে নিয়ে ঘুমোতে চান না ৷ জানেন কি পোষ্যের সঙ্গে এক বিছানায় ঘুমোলে নিরাপত্তা বোধ উভয় দিকে বাড়ে ৷ সেইরকমই পোষ্যের সঙ্গে বন্ধন দৃঢ় হয় ৷
বিছানায় ছারপোকা:
দেখা গিয়েছে বিছানায় পোষ্যকে নিয়ে ঘুমলো ছার পোকার উৎপাত হয় ৷ বিশেষত পোষ্যের গায়ে থাকা টিকস, ফিলা ও উকুন বিছানায় চলে আসে ৷ এটা যেমন পোষ্যের জন্য অস্বাস্থ্যকর সেইররকমই মানুষের জন্য ৷ সেক্ষেত্রে অবশ্যই পোষ্যের প্রতি নজর দিতে হবে ৷ বিছানায় যাতে ছারপোকা বা কোনও রকম পোকা না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷
অ্যালার্জী ও ক্ষত:
অনেক সময়েই দেখা যায় বিভিন্ন ধরেনের অ্যালার্জ্জি সমস্যা দেখা দেয় ৷ কোনও ক্ষতস্থান থাকলে সে ক্ষেত্রেও বিশেষ যত্নশীল হতে হবে ৷ পোষ্যকেও পরিষ্কার রাখতে হবে ৷ যাতে সেই ক্ষত স্থান থেকে কোনও রোগ না ছাড়ায় ৷
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা :
আপনি যদি আপনার পোষা প্রাণীর সঙ্গে আপনার বিছানা ভাগ করেন তবে বিছানা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন । সপ্তাহে অন্তত একবার বিছানার চাদর পরিষ্কার করতে হবে ৷ আরও ভালো হয় যদি সপ্তাহে তিন বার চাদর কাচতে পারেন ৷ পোষ্যের শরীর ও লোমের সাহায্যে বিছানায় জীবাণু আসতে পারে ৷ তাই বিছানা নিয়মিত ধুয়ে দিতে হবে ৷ পাশাপাশি পোষ্যকেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ৷ তাই পোষ্যের সঙ্গে বিছানা ভাগ করে নেওয়া র আগে কয়েকটি বিষয়ে যত্নবান হলে সহজেই এড়ানো যাবে রোগের বিপদ ৷
আরও পড়ুন:
- পোষ্যকে নিয়েই মেট গালায় আত্মপ্রকাশ করছেন আলিয়া, কেন ?
- শুকনো এপ্রিকট শুধু হজমের জন্যই নয়, হার্টের জন্যও উপকারী! জেনে নিন উপকারিতা
- প্রতিদিন সকালে ভেজা আখরোট খান ? কী উপকার হচ্ছে জানেন