হায়দরাবাদ:অ্যালঝেইমার হল এক ধরনের ডিমেনশিয়া যা একজন ব্যক্তির মস্তিষ্কের সেই অংশকে প্রভাবিত করে যা স্মৃতি, ভাষা এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে । এই কারণে, একজন ব্যক্তি সাধারণ দৈনন্দিন ক্রিয়াকলাপগুলি পরিচালনা করা কঠিন বলে মনে করেন । সম্প্রতি অ্যালঝেইমার্স নিয়ে করা এক গবেষণায় দেখা গিয়েছে, দীর্ঘক্ষণ বায়ু দূষণের সংস্পর্শে অ্যালঝেইমার রোগের ঝুঁকি বাড়াতে পারে । বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসের গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, নিউরোপ্যাথোলজিক্যাল পরীক্ষায় মস্তিষ্কে ব্ল্যাক কার্বন কণার উপস্থিতি পরীক্ষা করা হয়েছে ৷ বেলজিয়ামের 4 অ্যালঝেইমারে আক্রান্ত ব্যক্তির বায়োব্যাঙ্ক মস্তিষ্কের বিভিন্ন অংশ পরীক্ষা করা হয়েছে ।
মস্তিষ্কের কর্টেক্সে ও সম্মুখ ভাগে বৃহদাকার পিরামিড আকৃতির অ্যাসিটাইলকোলিন স্নায়ুকোষ থাকে ৷ যা আসিটাইলকোলিন ক্ষরণের মাধ্যমে বুদ্ধিমত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই আসিটাইলকোলিন স্নায়ুকোষে স্বাভাবিকের চেয়ে বেশি অণুনালিকা থাকে । অ্যালঝেইমার রোগে টাউ প্রোটিনের গঠনিক পরিবর্তনের কারণে এই আসিটাইলকোলিন স্নায়ুকোষের কর্মক্ষমতা হ্রাস পায় । সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তা, অনুধাবনের ক্ষমতাও হ্রাস পায় ।