কলকাতা: বাড়িতে দীর্ঘদিন ধরে আলু রাখলে অঙ্কুর বা স্প্রাউট হয়ে যায় । অনেকে স্প্রাউট কেটে রান্নায় ব্যবহার করেন। আপনিও কি এটা করছেন? তবে বিশেষজ্ঞরা জানান, এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। শুধু স্প্রাউট নয়, অঙ্কুরিত আলু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়।
বিশেষজ্ঞদের মতে, রান্নায় অঙ্কুরিত বা সবুজ আলু ব্যবহার করা এড়িয়ে চলাই ভালো । কারণ অঙ্কুরিত আলুর পুষ্টিগুণ কম হয়। আলুতে অঙ্কুর হলে গ্লাইকোঅ্যালকালয়েড নামে এক বিষাক্ত যৌগ তৈরি হয়। এগুলি খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে। এছাড়াও অঙ্কুরিত আলুতে সোলানিনের মাত্রা বেড়ে যায়, যা স্বাস্থ্যের জন্য ভালো নয় ৷
হজমের সমস্যা:অঙ্কুরিত আলু খেলে বমি বমি ভাব, ডায়রিয়া এবং পেট ব্যথার মতো স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়ে। এই নিয়ে অনেক গবেষণাও হয়েছে । 2002 সালে 'ফুড অ্যান্ড কেমিক্যাল টক্সিকোলজি' জার্নালে প্রকাশিত একটি গবেষণায় জানা যায়, যারা অঙ্কুরিত আলু খেয়েছেন তাদের সোলানিনের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এছাড়াও বমি বমি ভাব, ডায়রিয়া ও পেটে ব্যথার মতো উপসর্গগুলি লক্ষ্য করা গিয়েছে। এই গবেষণায় আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের ফার্মাকোলজি ও থেরাপিউটিকসের অধ্যাপক ডাঃ ডেনিস জে.আর. ম্যাকঅলিফ' অংশ নিয়েছিলেন ।