পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

প্রতিদিন বিয়ার পান করছেন ? ফল হতে পারে মারাত্মক - drinking beer every day - DRINKING BEER EVERY DAY

Harms of drinking beer every day: প্রয়োজনের চেয়ে বেশি কোনও কিছুই খেলে বা পান করলে, তা শরীরের ক্ষতি করে দেয় । বিয়ারের ক্ষেত্রেও বিষয়টি প্রায় এক ৷ অতিরিক্ত বিয়ার পান করলে কী কী সমস্যা হতে পারে তা তুলে ধরল ইটিভি ভারত।

Harms of drinking beer every day News
প্রতিদিন বিয়ার পানে ক্ষতি হতে পারে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 10:01 AM IST

হায়দরাবাদ: অনেকেই বলে থাকেন বিয়ার পান করলে কোনও ক্ষতি হয় না । বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে নির্দিষ্ট পরিমাণে বিয়ার পান শরীরের উপকার হয় । বিয়ার পানের আগে তার উপকারিতা যেমন আছে, তেমনই জেনে রাখা ভালো বিয়ার প্রতিদিন পানের ফলে শরীরের কী কী ক্ষতি হতে পারে ৷ বিশেষজ্ঞদের মতে, আপনি যদি খুব বেশি বিয়ার পান করেন তবে এটি একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হতে পারে । বলা হয় প্রতিদিন বিয়ার পান করলে শরীরে অনেক পরিবর্তন ঘটবে । জেনে নিন, প্রতিদিন বিয়ার পানের পার্শ্বপ্রতিক্রিয়া (Disadvantage Of Beer Drink Everyday) ৷

ওজন বৃদ্ধি হতে পারে:এটা সতর্ক করা হয় যে প্রতিদিন বিয়ার পান করলে ওজন বৃদ্ধি এবং স্থূলতার মতো অন্যান্য সমস্যা হতে পারে । 2015 সালে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, যদি প্রতিদিন বিয়ার পান করেন তবে আপনার ওজন বাড়বে ফলে বহু স্বাস্থ্য সমস্যা হতে পারে । এই গবেষণায় নিউইয়র্ক সিটির মাউন্ট সিনাই স্কুল অফ মেডিসিনের পুষ্টি বিভাগের অধ্যাপক ডঃ ডেভিড জে. লুডভিগ অংশগ্রহণ করেন । এই গবেষণায়, 4 বছর ধরে 1,000 জনেরও বেশি নারী ও পুরুষের উপর গবেষণা করা হয়েছিল । গবেষকরা উপসংহারে পৌঁছেছেন যে বিয়ারের উচ্চ ক্যালোরি সামগ্রী ওজন বাড়াতে পারে ।

লিভারের ক্ষতি করতে পারে: লিভার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ । কিন্তু বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত বিয়ার পান করলে লিভারের ক্ষতি হতে পারে । এটি সতর্ক করা হয় যে আপনি যদি এটি প্রতিদিন পান করেন তবে আপনি লিভারের চারপাশে চর্বি জমা, অ্যালকোহলযুক্ত হেপাটাইটিস, লিভারের প্রদাহ ও লিভারের অন্যান্য সমস্যা হতে পারে ৷

হৃদরোগের ঝুঁকি: বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত বিয়ার পান করলে হৃদরোগ হতে পারে । ইউরোপিয়ান হার্ট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন বিয়ার পান করলে কার্ডিওভাসকুলার রোগ হতে পারে, যা হার্ট অ্যাটাক হতে পারে । প্রতিদিন বিয়ার পান করলে রক্তচাপ বাড়ে এবং টাইপ-2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে ।

আরও পড়ুন:

  1. পায়ের উপর পা তুলে বসেন ! কী হতে পারে জানা আছে ?
  2. গরমে ত্বকের সমস্যায় ভুগছেন ? ঘরোয়া উপায়ে পান পরিত্রাণ
  3. প্রতিদিন মুরগির মাংস খাচ্ছেন ? শরীরে বাসা বাঁধছে বড় রোগ

ABOUT THE AUTHOR

...view details