হায়দরাবাদ: খেলাধূলা ও দুষ্টুমিতে শিশুরা সবসময় এগিয়ে থাকে । কিন্তু পড়তে বসতে বললেই তারা একের পর এক অজুহাত দিতে থাকে । আসলে, নতুন শব্দ শিখতে এবং মনে রাখতে তাদের বেশিরভাগ সময়ই অসুবিধা হয় । এর পিছনে অনেক কারণ থাকতে পারে । সাধারণত, ছোটরা পড়াশোনায় আগ্রহী হয় না ৷ কিছু বাচ্চা আছে যারা একবারে অনেক পড়া মনে রাখতে পারে না ৷ এর জন্য অনেক সময় স্কুল থেকে অভিভাবকদের ডেকে পাঠানো হয় ৷ এমতাবস্থায় অভিভাবকরা তাদের সন্তানের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে খুবই উদ্বিগ্ন থাকেন । তবে এখন আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না । এখানে অক্সফোর্ডের গবেষণা অনুসারে জানুন শিশুর স্মৃতিশক্তি বাড়ানোর সঠিক উপায় কী ।
বাচ্চার পড়াকে আকর্ষণীয় করে তুলুন :
অক্সফোর্ডের গবেষণা বলছে, যদি আপনার শিশু পড়ার পর তা দ্রুত ভুলে যায় তবে তাকে মনে রাখার জন্য সর্বোত্তম উপায় হল তার পড়াশোনার মাধ্যমকে আকর্ষণীয় করে তোলা । শুধু বই নিয়ে বসে থেকে আর বকুনি খেয়ে তারা কখনও কিছু মনে রাখতে পারবে না । আপনার উচিৎ বাচ্চার কাছে বিষয়টিকে কিছুর সঙ্গে সম্পর্কিত করে ব্যাখ্যা করার চেষ্টা করা । এটি আপনার বাচ্চাকে দীর্ঘ সময়ের জন্য পড়া জিনিসগুলি মনে রাখতে সাহায্য করবে ।
শিক্ষাদানে ছবি বা ভিডিয়োর সাহায্য নিন :
শিশু যদি স্কুলে কিছু মুখস্থ করার কাজ পেয়ে থাকে, তাহলে তাকে শেখানোর দায়িত্ব বাবা-মায়ের । এমন পরিস্থিতিতে শিশুকে দীর্ঘ সময়ের জন্য বিষয়টি মনে রাখতে সাহায্য করার জন্য আপনি কিছু সৃজনশীল পদ্ধতির সাহায্য নিতে পারেন । এই বিষয়ে অক্সফোর্ডের গবেষণা বলছে, শিশুরা ভিডিয়োতে দেখা জিনিসগুলি দীর্ঘ সময়ের জন্য মনে রাখে । ভিডিয়োগুলি তাদের মনের মধ্যে থেকে যায় ৷ তাই আপনিও যদি পড়ার বিষয়টা ছবি বা ভিডিয়োর মধ্যে দিয়ে বাচ্চার সামনে তুলে ধরতে পারেন, তাহলে সে পড়াটা মনে রাখতে পারবে অনেকদিন ৷