হায়দরাবাদ:তুলসীর ভেষজ গুণাগুণ অনেক ৷ তুলসী খাওয়া, মুখে লাগানো এবং চুলে ব্যবহার করার অনেক উপকারিতা রয়েছে । তবে শুধু যদি চুলের জন্য তুলসীর উপকারিতা বলা হয় তাহলে চুলের বৃদ্ধি থেকে শুরু করে খুশকির সমস্যা সবই তুলসীর ব্যবহারে সেরে যেতে পারে । তুলসী ব্যবহারে শুধু চুল পড়া রোধ করে না চুলের রুক্ষতা বাঁচাতেও সাহায্য় করে ৷ এতে উপস্থিত প্রোটিন এবং আয়রন দ্রুত চুল গজাতে সাহায্য করে ৷ জেনে নিন চুলের জন্য তুলসী কী কী উপকারে সাহায্য় করে ?
কীভাবে তুলসী চুলে ব্য়বহার করতে পারেন (How to use Basil on hair)?
প্রথমে 15 থেকে 20 টি তুলসী পাতা নিয়ে শুকাতে দিন ৷ তারপর রোদে শকিয়ে ব্লন্ড করে নিন ৷ এই গুড়োতে আমন্ড অয়েল মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন তারপর স্নান করার 30 মিনিট আগে মাথায় লাগিয়ে নিন ৷ এছাড়াও অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার করতে পারেন ৷
জেনে নিন তুলসীর জন্য চুলের উপকারীতা (Hair Benefits Of Basil):
চুলে খুশকির সমস্যা থাকলে তুলসী ব্যবহার করলে এই সমস্যা দূর হবে । তুলসীতে ছত্রাক বিরোধী এবং ব্যাকটেরিয়াল বিরোধী গুণ রয়েছে । তুলসী চুলের বৃদ্ধিতে সাহায্য় করে ফলে নতুন চুলও গজায় ৷