হায়দরাবাদ: ব্রণ হল ত্বকের অন্যতম প্রধান সমস্যা ৷ অনেকেই রয়েছেন, যাঁরা সারা বছর ব্রণর সমস্যায় ভোগেন । ব্রণ মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয় । পাশাপাশি মুখে ব্যথা হয়, প্রদাহ তৈরি হয় । ব্রণ দূর করার জন্য শুধুমাত্র স্কিনকেয়ার করাই যথেষ্ট নয় শরীরের পুষ্টিও প্রয়োজন ৷ ব্রণ প্রতিরোধ করতে কিছু খাবার খাওয়া প্রয়োজন ৷ জেনে নিন , কী কী খেতে পারেন ?
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার: বিশেষজ্ঞদের মতে, ত্বক সুস্থ রাখতে অ্যান্টি-অক্সিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই এর জন্য কিছু ধরনের ফল ও সবজি যেমন- বেরি, সাইট্রাস ফল, কুমড়ো, পেঁপে, আনারস, আপেল, স্ট্রবেরি অবশ্যই আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে হবে ।
ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড:বিশেষজ্ঞরা বলেন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের মুখে ব্রণ সৃষ্টিকারী 'সেবাম' উৎপাদন রোধ করার ক্ষমতা রয়েছে । তাই যে ওমেগা -3 অ্যাসিড খাবারগুলি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করা জরুরি । এগুলি মাছ, সবুজ শাক, আখরোট, চিয়া বীজ, জলপাই তেল, মটরশুটি, ডিম এবং শণের বীজ থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায় ।