পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

শুধু রান্নায় নয়, চুলের সৌন্দর্য্য বাড়াতেও ব্যবহার করতে পারেন সর্ষের তেল - Mustard Oil for Hair

Mustard Oil for Hair: বর্তমানে চুল পড়া একটা সাধারণ বিষয় ৷ তবে চুলকে ঠিক রাখা প্রয়োজন ৷ বাইরের পণ্য ব্যবহার না করে সর্ষের তেল ও ঘরোয়া কিছু উপাদান দিয়েই চুলকে সুন্দর করে তুলতে পারেন ৷

Mustard Oil for Hair News
চুলের সৌন্দর্যের জন্য সর্ষের তেল কীভাবে ব্যবহার করবেন

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 7:00 PM IST

হায়দরাবাদ:বর্তমানে ক্রমবর্ধমান দূষণ এবং দ্রুত পরিবর্তনশীল জীবনযাত্রার কারণে মানুষ নানা সমস্যার শিকার হচ্ছে । এমন পরিস্থিতিতে নানা সমস্যায় পড়ে থাকেন । দৈনন্দিন কাজের ব্যস্ততা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে । স্বাস্থ্যের পাশাপাশি আমাদের ত্বক ও চুলেও প্রভাব ফেলতে শুরু করেছে । ফলে চুলে নানা সমস্যা দেখা দিতে শুরু করে ৷ চুল পড়া অনেকের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে । এসব ছাড়াও খুশকিও অনেকের জন্য একটি বড় সমস্যা । তবে অনেকে চুলের জন্য অনেক কিছু ব্য়বহার করে থাকেন ৷ যা অনেক সময় ক্ষতি করতে পারে ৷ এক্ষেত্রে চুলের জন্য় সর্ষের তেল চুলের জন্য ভীষণভাবে উপকারী ৷ আপনি কিছু ঘরোয়া জিনিস ব্যবহার করে চুলকে সুন্দর করে তুলতে পারবেন (You can make your hair beautiful by using some household items) ৷

সর্ষের তেল এবং টকদই:খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে সর্ষের তেল ও দই ব্যবহার করতে পারেন । এক চামচ সর্ষের তেলে দুই চামচ দই মিশিয়ে এই মিশ্রণ চুলে লাগান । এখন এটি চুলে 30 মিনিটের জন্য রেখে দিন ৷ তারপরে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন । এই মিশ্রণ ব্যবহারে কয়েক দিনের মধ্যে খুশকি থেকে মুক্তি মিলবে ।

সর্ষের তেল এবং অ্যালোভেরা জেল: সর্ষের তেল এবং অ্যালোভেরা জেলও খুশকি থেকে মুক্তি পেতে উপকারী হবে । এটি ব্যবহার করতে 2 চা চামচ সর্ষের তেলে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগান । এবার চুলে লাগিয়ে রাখুন 40 মিনিট রেখে দিন । নির্দিষ্ট সময়ের পর জল দিয়ে চুল ধুয়ে ফেলুন ।

সর্ষের তেল এবং মেথি বীজ:চুলের জন্যও মেথির বীজ খুবই উপকারী বলে মনে করা হয় । সেই সঙ্গে সরিষার তেলের সঙ্গে মিশিয়ে লাগালে খুশকি থেকে মুক্তি মিলবে । এটি তৈরি করতে সর্ষের তেল গরম করে তাতে মেথি দিন । মেথি দানার রং বদলে গেলে গ্যাস বন্ধ করে দিন । এবার এই তেল চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন । পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন । এর ব্যবহার খুশকির পাশাপাশি চুল সংক্রান্ত অন্যান্য সমস্যা থেকেও মুক্তি দিতে সাহায্য় করবে ।

আরও পড়ুন:

  1. কাজল-লিপস্টিকেই চটদলদি রূপটান, হঠাৎ প্ল্যানে এইভাবেই নিজেকে করে তুলুন আকর্ষণীয়
  2. ইবোলা মোকাবিলায় নতুন ওষুধ! ভাইরাসের মূল উপাদান চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা
  3. কত ঘণ্টা হাঁটলে 1 কেজি ওজন কমাতে পারেন? পড়ুন অজানা তথ্য

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details