হায়দরাবাদ: দূষণ ও ধুলোবালির কারণে প্রায়ই চুলে শুষ্কতার সমস্যা দেখা দেয় ৷ এই কারণে চুল নিষ্প্রাণ ও রুক্ষ হয়ে য়ায় । শুধু তাই নয়, চুলের শুষ্কতার কারণে চুল বেশি জট পাকিয়ে যায় চুল ওঠে বেশি । চুলের সৌন্দর্য নষ্ট হলে চেহারারও বদলে যায় ৷ এমন পরিস্থিতিতে আপনি যদি শুষ্ক এবং ঝরঝরে চুলকে সুন্দর করতে চান তবে প্রয়োজনীয় পুষ্টির পাশাপাশি হাইড্রেশন প্রদান করা গুরুত্বপূর্ণ ৷ যাতে চুল আকর্ষণীয় এবং সুন্দর দেখায় । জেনে নিন, কেন চুল শুষ্ক হয়ে যায় এবং কীভাবে শুষ্ক চুলের সমস্যা দূর করা যায় ।
চুল শুষ্ক হয়ে যায় কেন (Why does hair become dry)?
চুলের শুষ্কতার প্রধান কারণগুলি হল পুষ্টির অভাব ৷ অত্যধিক কড়া শ্যাম্পু ব্যবহার, অত্যধিক ঠান্ডা বা গরম আবহাওয়া, চুলে সবসময় রাসায়নিক পণ্য ব্যবহার করা ও হাইড্রেশনের অভাবের ফলে । এই কারণগুলি চুলের প্রাকৃতিক আর্দ্রতা হ্রাস করে ৷ ফলে চুলকে শুষ্ক ও প্রাণহীন করে তোলে ।
কীভাবে চুল ময়শ্চারাইজ করবেন (How to moisturize hair)?
প্রথমে চুলে তেল লাগান:চুলকে ময়েশ্চারাইজ করতে প্রথমে তেল দিন । চুলের গোড়া থেকে নীচ পর্যন্ত ভালো করে তেল লাগান । এটি চুলের অভ্যন্তরীণ পুষ্টি জোগায় । এতে হারানো আর্দ্রতাও ফিরে আসে । এটি চুলের গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে ।