নয়াদিল্লি, 12 মে:হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে যাঁরা কোভিড-19-এর টিকা নিয়েছেন তাঁদের টিকা না-নেওয়া রোগীদের তুলনায় বেঁচে থাকার সম্ভাবনা 82 শতাংশ বেশি ৷ শনিবার একটি নতুন গবেষণায় এ কথা বলা হয়েছে । ইউরোপীয় সোসাইটি অফ কার্ডিয়োলজি (ইএসসি)-এর একটি বৈজ্ঞানিক কংগ্রেস হার্ট ফেইলিওর 2024-এ উপস্থাপিত গবেষণাটি টিকা ও ক্লিনিক্যাল ফলাফলের তথ্য পেতে কোরিয়ান ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস ডাটাবেস ব্যবহার করেছে ।
কোভিড-19 টিকার দুই বা ততোধিক ডোজ পেয়েছেন যে অংশগ্রহণকারীরা তাঁদের 'টিকাপ্রাপ্ত' হিসেবে বর্ণনা করা হয়েছে এবং যাঁদের টিকা দেওয়া হয়নি বা শুধুমাত্র একটি ডোজ পেয়েছেন, তাঁদের 'আনভ্যাকসিনেড' বা টিকাবিহীন হিসেবে তুলে ধরা করা হয়েছে । হার্ট ফেইলিওর হল একটি প্রাণঘাতী সিন্ড্রোম যা বিশ্বব্যাপী 6 কোটিরও বেশি মানুষকে প্রভাবিত করে ।
কোরিয়া প্রজাতন্ত্রের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স সার্ভিস ইলসান হাসপাতালের চিকিৎসক তথা এই গবেষণার লেখক ডা. কিয়ং-হাইয়ন চুন বলেন, "হার্ট ফেইলিওর রোগীদের এই বড় গবেষণায় দেখা গিয়েছে যে, কোভিড-19 টিকাকরণের ক্ষেত্রে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম, হার্ট ফেইলিওরের কারণে হাসপাতালে ভর্তি হওয়া, বা ছয় মাসের মধ্যে যে কোন কারণে মারা যাওয়ার ঘটনাও বাকি টিকাবিহীনদের তুলনায় কম ।"
গবেষণাটিতে 18 বছরের বেশি বয়সি 6,51,127 জন হৃদরোগে আক্রান্ত রোগীকে নিয়ে করা হয়েছে । যাঁদের গড় বয়স ছিল 69.5 বছর, এবং তাঁদের 50 শতাংশ মহিলা । সমগ্র স্টাডির জনসংখ্যার মধ্যে, 5,38,434 (83 শতাংশ) জনকে টিকাপ্রাপ্ত হিসাবে এবং 112,693 (17 শতাংশ) জনকে টিকাবিহীন হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে । গবেষকরা দেখেছেন যে, টিকাকরণ হলে মৃত্যুর ঝুঁকি 82 শতাংশ কমে, হৃদযন্ত্রের ব্যর্থতার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি 47 শতাংশ কমে এবং কোনও টিকা না-নেওয়া অংশগ্রহণকারীদের তুলনায় কোভিড -19 সংক্রমণের ঝুঁকিও 13 শতাংশ কমে টিকাপ্রাপ্তদের ক্ষেত্রে ।
কার্ডিয়োভাসকুলার জটিলতাগুলির ক্ষেত্রে টিকাপ্রাপ্তদের স্ট্রোক, হার্ট অ্যাটাক, মায়োকার্ডাইটিস/পেরিকার্ডাইটিস এবং ভেনাস থ্রম্বোইম্বোলিজমের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম ছিল বলে উল্লেখ করেছেন গবেষকরা । চুনের কথায়, "এই গবেষণা হার্ট ফেইলিওর রোগীদের টিকা দেওয়ার জন্য শক্তিশালী প্রমাণ প্রদান করে । এই প্রমাণটি হৃদরোগে আক্রান্ত সমস্ত রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে এবং অস্থির অবস্থার রোগীদের ক্ষেত্রে টিকা দেওয়ার ঝুঁকি বিবেচনা করা উচিত ৷" (আইএএনএস)
আরও পড়ুন:
- আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত ? ব্রেকফাস্টে এই খাবারগুলি ভুলেও খাবেন না
- রাতে গরম দুধে মিশিয়ে নিন এক চামচ ঘি, কয়েকদিনের মধ্যেই মিলবে আশ্চর্য ফলাফল
- লাল তরমুজ তো অনেক খেয়েছেন; হলুদ তরমুজ দেখেছেন? জানুন এর উপকারিতা