কলকাতা:বর্ষার মরশুম মানেই সন্ধ্যে হলেই কিছু স্নাকস যেনো মন টানে ৷ সন্ধ্যে রাত হতেই এই বর্ষায় বহু বাঙালি বাড়িতে স্যুপ খাওয়ার রীতি রয়েছে । সঙ্গে সামান্য ব্রেড টোস্ট হলে তো কথাই নেই । তবে এই এক অন্য স্বাদের স্যুপের সন্ধান দিলেন ডায়েটিশিয়ান ৷ যা ত্বকের যত্ন থেকে শুরু করে ওজন কমানো একটা স্যুপেই করবে কামাল ৷
সকালে ঘুম থেকে উঠে নিয়মিত শরীরচর্চা, খাবারের ডায়েট সবকিছু করতে করতে অনেকে হাঁপিয়ে ওঠেন ৷ সেই খাবারে সবরকম পুষ্টিও থাকা দরকার ৷ তাই এই বিট দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া একটা স্যুপ বানিয়ে নিতে পারেন যা সুস্বাদুর পাশাপাশি স্বাস্থ্যকরও ৷ জেনে নিন, কীভাবে বানাবেন ?
বিট কুচি করে কেটে নিতে হবে ৷ একটা প্রশার কুকারে বিটের টুকরোগুলি দিয়ে তাতে একটি কাঁচা লঙ্কা ও ভেজানো মুগডাল দিতে হবে ৷ মুগডাল অন্তত 30 মিনিট ভিজিয়ে রাখা প্রয়োজন ৷ এছাড়াও দিতে হবে হিং, ঘি ও গোটা জিরে এবং ধনেপাতা ৷ সব একসঙ্গে দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে 3 থেকে 4 টি সিটি দিয়ে নিন ৷ প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারে সব একসঙ্গে একটা পেষ্ট বানিয়ে নিন ৷ এরপর গ্যাস জ্বালিয়ে একটা প্যানে দিয়ে অল্প সময়ের জন্য ফুটিয়ে নিন ৷ ফুটে যাওয়ার পর অবশ্যই স্বাদমতো নুন যোগ করে নেবেন ৷ সবার শেষে ভিজিয়ে রাখা চিয়াসিড যোগ করে দিন ৷
গরম গরম পরিবেশন করার সময় আপনি চাইলে সেদ্ধ করা মটরশুটি যোগ করতে পারেন ৷ সবশেষে স্যুপ বোলে গোলমরিচ গুড়ো দিয়ে পরিবেশণ করুন ৷ ডায়েটিশিয়ান জানান, যাঁদের সামনে বিয়ে আছে বা বিয়েবাড়ি আছে তাঁরা সপ্তাহে চারদিন দুপুরে খেতে পারেন ৷ এটি নিয়মিত খেলে ওজন যেমন কম হবে তেমনি ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করবে ৷ চাইলে এটি ডিনারেও খেতে পারেন ৷
বিটের উপকারিতা(Benefits Of Beet):