কলকাতা: ফল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী ৷ চিকিৎসকররা খাদ্য়তালিকায় রোজ ফল রাখার পরামর্শ দিয়ে থাকেন ৷ বিভিন্ন ফল আলাদা আলাদা পুষ্টিতে সমৃদ্ধ ৷ ডায়াবেটিস আছে এমন ব্যক্তিরা ফল খেতে ভয় পান ৷ তবে ডায়াবেটিসের রোগীরা কম গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত ফল খাওয়া ভালো ৷ এইরকমই একটি ফল হল আপেল ৷ কিন্তু ডায়াবেটিস থাকলে, কোন আপেল খাবেন ? গ্রিন না রেড ৷ কী বলছেন বিশেষজ্ঞরা ?
আপেল খাওয়ার স্বাস্থ্য উপকারিতা আমরা সবাই জানি। বিশেষজ্ঞরা জানান, বাজারে পাওয়া লাল ও সবুজ আপেলে উপস্থিত ভিটামিন, প্রোটিন এবং অ্যান্টি-অক্সিডেন্টের মতো পুষ্টি উপাদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলা হয়, লাল আপেলের চেয়ে সবুজ আপেল বেশি উপকারী। বিশেষ করে সবুজ আপেলের গ্লাইসেমিক সূচক খুবই কম। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই সহায়ক বলে বলা হয়। তাই সবুজ আপেল ডায়াবেটিস রোগীদের জন্য ভালো ৷
'আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন' (American Journal of Clinical Nutrition)-এ প্রকাশিত 2018 সালে এক গবেষণায় দেখা গিয়েছে, টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যারা 12 সপ্তাহ ধরে দিনে তিনটি সবুজ আপেল খেয়েছিলেন তাঁদের রক্তে শর্করা এবং HbA1c মাত্রা উল্লেখযোগ্যভাবে কম ছিল। কানাডার টরন্টোর মাউন্ট সিনাই হাসপাতালের নেতৃস্থানীয় পুষ্টিবিদ ডানা ঝু এই গবেষণায় অংশ নিয়েছিলেন। তিনি বলেন, "ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা লাল আপেলের চেয়ে সবুজ আপেল খেলে বেশি উপকার পান।"
সবুজ আপেলের অন্যান্য উপকারিতা (Health Benefits Of Green Apple):