জলপাইগুড়ি, 3 ফ্রেবুয়ারি: জেলায় বাড়ছে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে । নতুন করে গলব্লাডার ক্যানসার স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়েছে । ইতিমধ্যেই চিকিৎসক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । বিশেষ করে ডুয়ার্সে রোগ বেড়েছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন । যে কারনে এবার ক্যানসার নিয়ে সচেতনতা প্রচারে জোর দিচ্ছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকেরা ।
বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে আগামী সোমবার থেকে গলব্লাডার ক্যানসার নিয়ে প্রচার শুরু করা হচ্ছে । সেখানে ইতিমধ্যে যারা ক্যানসারকে জয় করেছেন তাদেরকেও সামনে আনা হবে । জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সুত্রের খবর প্রতিমাসে মেডিক্যাল কলেজের আউটডোরে প্রায় 200 জন ক্যানসার রোগীর চিকিৎসা করা হয় । কিন্তু যার মধ্যে 40-50 জনই থাকেন নতুন রোগী । এছাড়া মাসে 100 জনের বেশি রোগীকে কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে । চিকিৎসকদের বক্তব্য বর্তমান সময়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পুর্ন বিনামূল্যে ক্যানসারের চিকিৎসা চলছে । এই সুবিধা যাতে জেলার প্রান্তিক এলাকার মানুষও নিতে পারে তার জন্য ওই সমস্ত এলাকাতেও প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে । সাম্প্রতিক কালে নতুন করে ব্রেষ্ট ক্যান্সারের পাশাপাশি গল ব্লাডারের ক্যানসারের রোগীর সংখ্যা বেড়েছে বলে জানান ক্যানসার বিশেষজ্ঞ ডা: রাহুল ভৌমিক ।