পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

নতুন করে গলব্লাডার ক্যানসার উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের

World Cancer Day: জেলায় ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে । নতুন করে গলব্লাডার ক্যানসার স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়েছে । ইতিমধ্যেই চিকিৎসক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । বিশেষ করে ডুয়ার্সে রোগ বেড়েছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন । যে কারনে এবার ক্যানসার নিয়ে সচেতনতা প্রচারে জোর দিচ্ছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকেরা ।

World Cancer Day News
নতুন করে গলব্লাডার ক্যানসার স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়েছে

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 9:00 AM IST

জলপাইগুড়ি, 3 ফ্রেবুয়ারি: জেলায় বাড়ছে ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে । নতুন করে গলব্লাডার ক্যানসার স্বাস্থ্য দফতরের উদ্বেগ বাড়িয়েছে । ইতিমধ্যেই চিকিৎসক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । বিশেষ করে ডুয়ার্সে রোগ বেড়েছে বলে চিকিৎসকরা জানাচ্ছেন । যে কারনে এবার ক্যানসার নিয়ে সচেতনতা প্রচারে জোর দিচ্ছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসকেরা ।

বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষ্যে আগামী সোমবার থেকে গলব্লাডার ক্যানসার নিয়ে প্রচার শুরু করা হচ্ছে । সেখানে ইতিমধ্যে যারা ক্যানসারকে জয় করেছেন তাদেরকেও সামনে আনা হবে । জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সুত্রের খবর প্রতিমাসে মেডিক্যাল কলেজের আউটডোরে প্রায় 200 জন ক্যানসার রোগীর চিকিৎসা করা হয় । কিন্তু যার মধ্যে 40-50 জনই থাকেন নতুন রোগী । এছাড়া মাসে 100 জনের বেশি রোগীকে কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে । চিকিৎসকদের বক্তব্য বর্তমান সময়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে সম্পুর্ন বিনামূল্যে ক্যানসারের চিকিৎসা চলছে । এই সুবিধা যাতে জেলার প্রান্তিক এলাকার মানুষও নিতে পারে তার জন্য ওই সমস্ত এলাকাতেও প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে । সাম্প্রতিক কালে নতুন করে ব্রেষ্ট ক্যান্সারের পাশাপাশি গল ব্লাডারের ক্যানসারের রোগীর সংখ্যা বেড়েছে বলে জানান ক্যানসার বিশেষজ্ঞ ডা: রাহুল ভৌমিক ।

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক ডা: রাহুল ভৌমিক বলেন, "এখন গল ব্লাডার ক্যানসারের আক্রান্তের সংখ্যা বেড়েছে । মেয়েরা ব্রেস্ট এবং জয়ায়ু ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছে । অন্যদিকে ছেলেরা লাঙ্ক, পোস্টেড, কোলন এবং মুখের ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছে । বর্তমান সময়ে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই ক্ষেত্রেই বেশি পাওয়া যাচ্ছে গলব্লাডার ক্যানসার । যা জলপাইগুড়ি জেলাতে বেড়ে চলেছে ।" কিন্তু কেন গলব্লাডার ক্যানসার বাড়ল তা নিয়ে পর্যালোচনার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসক ।

আরও পড়ুন:

  1. শরীরে চর্বি বৃদ্ধি পাচ্ছে ? আস্থা রাখুন টমেটো থেকে শুরু করে গাজরের রসে
  2. ঋতু পরিবর্তনে বাড়ছে ভাইরাল জ্বর, সুস্থ থাকার চাবিকাঠি দিলেন বিশেষজ্ঞ
  3. সবুজ ছোলা চাট ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাকস সবচেয়ে ভালো, এটি স্বাস্থ্যের জন্যও উপকারী

ABOUT THE AUTHOR

...view details