কলকাতা: শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস ৷ তার উপর শ্রাবণ মাসের সোমবার শিবভক্তদের জন্য একটি বিশেষ দিন ৷ এইদিন উপোস করে বাবার মাথায় জল ঢালেন শিবভক্তরা ৷ কথিত রয়েছে, এদিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় ৷ পাশাপাশি কিছু বিশেষ রীতি মেনে চললে তুষ্ট হন মহাদেব ৷
শিবভক্তরা বলছেন, এবছর পাঁচটি অদ্ভূদ যোগ হয়েছে সোমবারে ৷ ফলে আরও শ্রাবণ মাসের মাহাত্ম আরও বেড়েছে ৷ এই বিশেষ যোগে ভক্তিভরে শিবের পুজো করলে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে ৷ কোন উপায়ে শিবের পুজো করবেন ? জানালেন স্বনামধন্য জ্যোতিষী রাহুল দে ৷
জেনে নিন, এদিন কোন কোন জিনিস অর্পণ করলে প্রসন্ন হন দেবাদিদেব...
- শিবের পুজোতে চন্দন, অখণ্ড চাল, ধুতুরা ফুল, আকন্দ, বেল পাতা, দুধ ও গঙ্গাজল অর্পণ করলে প্রসন্ন হন মহাদেব ৷ ফলে মনোবাঞ্ছা পূরণ হওয়ার পাশাপাশি আপনার সময় ভালোভাবে কাটবে ৷ মন খুশিতে থাকবে, পরিবারে যাবতীয় অশান্তি দূর হয়ে যাবে ৷
- এদিন উপোস থাকাকালীন স্নান সেরে মহাদেবের পুজো করুন ৷ সারাদিনে 108 বার মহা-মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সুফল পাবেন ।
বিশেষ কিছু কাজ করলে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে (ইটিভি ভারত) - সোমবার নিয়ম মেনে ব্রত পালন করতে হবে । পরপর 16টি ব্রত করতে হবে । এতে আপনার সমস্ত কাজ সহজে হয়ে যাবে ৷ যে কাজ করতে গিয়ে আগে বিঘ্ন আসত, তা ঝঞ্ঝাট ছাড়াই হয়ে যাবে ৷
- নিয়ম মেনে ব্রত পাঠ করলে সমস্ত বাঁধা-বিঘ্ন থেকে মুক্তি পাবেন । পাশাপাশি গ্রহের দোষ-ত্রুটি থেকে মুক্তি পাবেন ৷
- বিশেষ করে অবিবাহিত মেয়েরা 16টি ব্রত পালন করলে ভালো ফল পাবেন ৷
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)