পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

পুরুষ নাকি মহিলা ! মদ্যপানে কার বেশি ক্ষতি ? জেনে নিন গবেষণার তথ্য

Drinking Alcohol: আপনি কি জানেন মদ্যপান মহিলাদের এবং পুরুষদের বিভিন্ন উপায়ে প্রভাবিত করে ? জেনে নিন, অতিরিক্ত অ্যালকোহল পান করলে আপনার শরীরে কী ক্ষতি হতে পারে । এছাড়াও, মহিলাদের কি বেশি ক্ষতি করতে পারে ? কী বলছে গবেষণার তথ্য ৷

Drinking Alcohol News
অ্যালকোহল পানের কাদের বেশি ক্ষতি (ইটিভি ভারত)

By ETV Bharat Health Team

Published : Sep 21, 2024, 3:41 PM IST

Updated : Sep 22, 2024, 9:02 AM IST

হায়দরাবাদ: প্রতিনিয়ত খারাপ খাদ্যাভাস ও জীবনযাত্রার কারণে আজকাল মানুষ নানা সমস্যার শিকার হচ্ছে ৷ স্থূলতা একটি গুরুতর সমস্যা যা আজকাল দ্রুত মানুষকে গ্রাস করছে । এর পেছনে অনেক কারণ থাকতে পারে ৷ কিন্তু মূল কারণ হল আমাদের জীবনধারা । স্থূলতার সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে একটি হল অ্যালকোহল ।

জেনারেল ফিজিশিয়ান চিকিৎসক ডাঃ আশিষ চট্টোপাধ্যায় বলেন, "পুরুষদের তুলনায় মহিলাদের মদ্যপানের ক্ষতি বেশি হয় ৷ এটি মহিলাদের লিভারকে দ্রুত এফেক্ট করে ৷ লিভারের ক্ষতির আশঙ্কা বেড়ে যায় ৷ ফলে এক্ষেত্রে মহিলাদের কম মদ্যপান করলেও কম করা উচিত ৷"

পালমনোলজিস্ট চিকিৎসক ডাঃ অমিত গাওয়ান্দে বলেন, "মদ্যপান মহিলাদের জন্য ফার্টিলিটি সমস্যা হয় বেশি ৷ এছাড়াও লিভারের ক্ষতির ঝুঁকি বেশি থাকে পুরুষদের তুলনায় ৷ তাই মহিলাদের মদ্যপান এড়িয়ে যাওয়া ভালো ৷"

অ্যালকোহল শুধুমাত্র লিভার এবং শরীরের অন্যান্য অঙ্গগুলির ক্ষতি করে না এছাড়াও স্বাস্থ্য জটিলতাও হতে পারে । বিশেষজ্ঞদের মতে, অত্যধিক এবং দীর্ঘায়িত অ্যালকোহল সেবন লিভার রোগের একটি বড় কারণ । বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বিশ্বের প্রায় 70 শতাংশ মানুষ লিভারের সমস্যায় ভুগছেন ।

চিকিৎসক জানান, সিরোসিস এবং অন্যান্য অ্যালকোহল-সম্পর্কিত লিভার রোগের ঝুঁকি পুরুষদের তুলনায় মহিলাদের জন্য বেশি ৷ জ্ঞানীয় হ্রাস এবং মস্তিষ্কের সংকোচন পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষতির ঝুঁকি বশি থাকে ৷

এছাড়াও এন আই এইচ-এর গবেষণায় বলা হয়েছে, মদ্যপান পুরুষদের তুলনায় মহিলার বেশি ঝুঁকি থেকে যায় ৷ জেনে নিন, মদ্যপানের ফলে আরও কী কী ক্ষতি হতে পারে ৷

অ্যালকোহলের ফলে শরীরের উপর প্রভাব (Effects on the body as a result of alcohol):গবেষণার তথ্য অনুযায়ী,ভারতে অনেক মানুষ স্থূলতা এবং অতিরিক্ত ওজনের কারণে অনেক স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন । অ্যালকোহল লিভারের পরিবর্তন করে যা ফ্যাটি লিভার, হেপাটাইটিস এবং সিরোসিসের দিকে পরিচালিত করে । অ্যালকোহলকে সরাসরি হেপাটোটক্সিন হিসাবে বিবেচনা করা হয় ৷ তবুও সবাই অ্যালকোহলিক লিভার ডিজিজে (ALD) আক্রান্ত হয় না । অ্যালকোহলিক লিভার ডিজিজ এর সূত্রপাতের ক্ষেত্রে বেশ কিছু কারণ ভূমিকা পালন করে, যেমন মদ্যপানের ধরণ, খাদ্য, স্থূলতা এবং লিঙ্গ । অতিরিক্ত পরিমাণে সেবন করলে অ্যালকোহল কীভাবে শরীরে প্রভাব ফেলতে পারে তা মানুষের বোঝা উচিত । অতিরিক্ত অ্যালকোহল পান আপনার শরীরের অভ্যন্তরে নিম্নলিখিত সমস্যা সৃষ্টি করতে পারে ৷

যকৃতের রোগ, মস্তিষ্কের স্বাস্থ্যের উপর প্রভাব, হার্টের ভিতরে ব্লকেজ, স্তন এবং অন্যান্য ক্যানসারের ঝুঁকি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, হজম সমস্যা ৷

কীভাবে অ্যালকোহল মহিলাদের প্রভাবিত করে (How Alcohol Affects Women)?

বিশেষজ্ঞদের মতে, অ্যালকোহল পুরুষদের তুলনায় মহিলাদের আলাদাভাবে প্রভাবিত করে । পুরুষদের তুলনায় মহিলাদের অ্যালকোহলযুক্ত লিভারের ক্ষতির সম্ভাবনা বেশি । তবে কম অ্যালকোহল পান করলেও অ্যালকোহলিক লিভার ডিজিজ এর শিকার হতে পারে ৷ এছাড়াও স্থূলতা ইত্যাদির সমস্যা হতে পারে ৷ ফলে রোজ অতিরিক্ত অ্যালকোহল পানও লিভারের বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে ৷

https://www.cdc.gov/alcohol/fact-sheets/womens-health.htm#:~:text=Alcohol%20is%20Associated%20with%20other,for%20women%20than%20for%20men.&text=Impact%20on%20the%20Brain%3A%20Alcohol,for%20women%20than%20for%20men.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1497016/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

Last Updated : Sep 22, 2024, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details