পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

শীতকালে সকালে হাঁটতে যাওয়ার আগে এইভুলগুলি করছেন না তো ? - MORNING WALK

শীতকালে সকালে অনেকে হাঁটেন ৷ তবে হাঁটার সময় এই ভুলগুলি অধিকাংশ করে থাকেন ৷ কোন ভুলগুলি করা উচিত নয় জানেন কি ?

Morning Walk
শীতকালে সকালে হাঁটতে যাওয়া (Freepik)

By ETV Bharat Health Team

Published : 8 hours ago

শীতকালে সকালের হাঁটা একটি ভালো অভ্যাস ৷ কিন্তু অনেক সময় আমরা আমাদের দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে সকালের হাঁটতে যাওয়ার সময় কিছু ভুল করে ফেলি যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে । ফলে এটি আমাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে । জেনে নিন, কোন কাজগুলি সকালে হাঁটতে যাওয়ার আগে করা উচিত নয় যা শরীরের জন্য ক্ষতি করতে পারে ৷

সকালের হাঁটার আগে কখনও ঠান্ডা জল পান করা উচিত নয় ৷ শীতকালেও অনেকের ফ্রিজের জল খাওয়ার অভ্যাস থাকে ৷ এটি অনেকের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে । বিছানা থেকে ওঠার সঙ্গে সঙ্গে সঙ্গে সে ঠান্ডা জল পান করে । বিশেষজ্ঞরা জানান কখনও ঠান্ডা জল পান করা শরীরের জন্য ক্ষতিকর ৷ বিশেষকরে সকালে হাঁটতে যাওয়ার আগে ৷ এটি হার্টকে প্রভাবিত করতে পারে ৷ এছাড়াও এই অভ্যাস হার্ট অ্যাটাকের কারণ হতে পারে ৷

চা বা কফি খাওয়া উচিত নয় ৷ সকালের হাঁটার আগে কখনও চা-কফি পান করা উচিত নয় । এই অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর ৷ এটি হাঁটার পর পান করতে পারেন ৷ কিছুজন আছেন যাঁরা সকালে হাঁটতে যাওয়ার আগে চা কফি পান করেন ৷ বিশেষজ্ঞরা জানান এটি শরীরের জন্য ক্ষতিকর ৷ কারণ শীতকালে গরম কিছু পান করার পর ঠান্ডা আবহাওয়ায় হাঁটতে যান এটি শরীরের উপর প্রভাব পড়ে ৷ এছাড়াও এটি হার্টের সমস্যাও হতে পারে ৷

সকালে স্নান করে মাথা ভেজা রেখে হাঁটা উচিত নয় ৷ অনেকের হাঁটলে গরম অনুভূত হয় যা ফলে মাথা ভিজিয়ে স্নান করে হাঁটেন ৷ আবার হাঁটার পর স্নান করেন ৷ বিশেষজ্ঞরা জানান এটি শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকর ৷ এরজন্য সর্দি কাশি হওয়ার ঝুঁকি বেড়ে যায় ৷ এছাড়াও এটি মস্তিষ্কের স্নায়ুর জন্যও খুবই বিপজ্জনক ।

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC7777221/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

ABOUT THE AUTHOR

...view details