কলকাতা: স্বাস্থ্যকর এবং সুন্দর চুলের জন্য মাথার ত্বকে নারকেল তেল প্রয়োগ করা একটি সাধারণ অভ্যাস । অনেকে ত্বকেও ব্যবহার করে থাকেন ৷ এটি ত্বককে শুষ্কতা থেকে মুক্তি দিতে সাহায্য করবে ৷ তবে শুধুমাত্র ত্বক বা চুলের জন্যই নয় অনেক বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এটি রান্নার ব্যবহারের ক্ষেত্রেও কার্যকরী উপায় ৷
কিন্তু আপনি কি জানেন নারকেল তেল নানাভাবে ব্যবহার করা যায় ৷ জেনে নিন, ঘরের কিছু কাজকে সহজ করতে নারকেল তেল কীভাবে ব্যবহার করবেন ?
বাড়িতে বাচ্চা থাকলে ঘরের চারিদিকে পেনসিল, পেন, কালি দিয়ে এঁকে দেয় ৷ যা ঘরের দেওয়াল থেকে শুরু করে আসবাবপত্র নষ্ট হয়ে যায় ৷ তবে আর চিন্তা নেই ৷ এই দাগ তোলার কার্যকরী উপায় হতে পারে নারকেল তেল ৷ এই দাগ তোলার জন্য নারকেল তেল লাগিয়ে রাখুন ও বেকিং সোডা দিয়ে নরম ব্রাশ দিয়ে ঘষে নিন ৷ এটি করলে এই দাগ নিমেষে উঠে যাবে ৷
আমরা রান্না করার সময় যে চপিং বোর্ড ব্যবহার করি তা পরিষ্কার করতে ভালো কাজ করে নারকেল তেল । যখন সবজি কাটা হয়, চপিং বোর্ডের স্ক্র্যাচ পরে যায় । এই কারণে চপিং বোর্ডে ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণ হতে পারে । তাই সপ্তাহে একদিন চপিং বোর্ড নারকেল তেল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন ৷ এতে পরিষ্কারও হয়ে যাবে ৷
চামড়ার জুতো ও ব্যাগ সুন্দরভাবে পালিশ রাখতে হয় সবসময় ৷ তাই অনেকে বাজার থেকে পণ্য কিনে থাকেন ৷ তবে এরবদলে আপনি নারকেল তেলেই কাজ সারতে পারেন ৷ নরম কাপড় তেলে ডুবিয়ে পালিশ করলে চকচকে দেখাবে ।
অনেক বাড়ির বাচ্চারা দেওয়ালে চুইংগাম লাগিয়ে দেয় ৷ দেওয়াল থেকে উঠতে চায় না ৷ এরউপর কিছুটা নারকেল দিয়ে কিছুক্ষণ পর নরম কাপড় দিয়ে তুলে ফেলুন এতে চুইংগাম তাড়াতাড়ি উঠে যাবে ৷