হায়দরাবাদ: সম্প্রতি, ল্যানসেট নিউরোলজি জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, জলবায়ুর পরিবর্তনের প্রভাব মস্তিষ্কের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ৷ যেমন, মাইগ্রেন এবং অ্যালজাইমার্সে আক্রান্ত ব্যক্তিদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে । ওই প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে আগামিদিনে তাপমাত্রা আরও বাড়বে ও মানুষের মস্তিষ্ক সংক্রান্ত রোগে আক্রান্ত হবে । ইউনিভার্সিটি কলেজ লন্ডন'স ইনস্টিটিউট অফ নিউরোলজি-এর প্রধান গবেষক সঞ্জয় সিসোদিয়া জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করেছেন ।
তিনি বলেন, "রাতে তাপমাত্রা বৃদ্ধি ঘুমের ব্যাঘাত ঘটায় । এর ফলে অনিদ্রার সমস্যার সৃষ্টি হয় । পর্যাপ্ত ঘুমের অভাব মস্তিষ্কের কর্মক্ষমতা কমতে শুরু করে । আমরা 1968 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিশ্বজুড়ে অনেক গবেষণায় এর প্রভাব দেখেছি । আমরা মাইগ্রেন, অ্যালজাইমার্স , মেনিনজাইটিস, মৃগী, স্ট্রোক-সহ 19টি স্নায়বিক রোগের গবেষণা করেছি । উচ্চ তাপমাত্রার কারণে মাল্টিপল স্ক্লেরোসিস, উদ্বেগ, বিষণ্ণতা এবং মানসিক ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ।"