হায়দরাবাদ: মেয়েরা নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসেন ৷ নারী হোক বা পুরুষ, অল্পবিস্তর সাজগোজ প্রায় সবাই করে থাকেন । তবে নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখতে মহিলারা পুরুষদের থেকে একটু বেশিই ভালোবাসেন । আর মেয়েদের কাছে সাজের গুরুত্বপূর্ণ ‘অস্ত্র’ হল লিপস্টিক ৷ কখনও হালকা, কখনও গাঢ় রঙের ছোঁয়া ঠোঁটকে করে তোলে সুন্দর ৷ তবে আপনার কোন রং সুন্দর লাগবে সেটি বাছবেন কীভাবে ? মেকআপ আর্টিস্টরা ঘখন মেকআপ করান তারা স্কিনের টোন দেখেই ব্যবহার করেন ৷
রাহুল দে বলেন, ‘‘জ্যোতিষশাস্ত্র বলছে, রাশি অনুযায়ী লিপস্টিকের রং ব্যবহার করা ভালো ৷ রাশি অনুযায়ী লিপস্টিকের শেড বেছে নিলে মহিলাদের সৌন্দর্যে যেমন চমক লাগবে, তেমনি তা ভাগ্যেও পরিবর্তন আনতে পারে ৷ জ্যোতিষী জানান, রাশি অনুযায়ী লিপস্টিক ব্যবহার করলে সৌভাগ্যের দরজা খুলে যাবে ৷ জেনে নিন, কোন রাশির জন্য কোন রঙের লিপস্টিক শুভ ?
মেষ রাশির প্রতীক লাল ৷ ফলে এই রাশির জাতক-জাতিকাদের ডিপ লাল রঙের লিপস্টিক ব্যবহার করা ভালো ৷
বৃষ রাশির জাতক-জাতিকাদের হালকা রূপোলি রঙের লিপস্টিক পড়া শুভ ৷ এই রাশির লাল রঙের লিপস্টিক এড়িয়ে যাওয়াই ভালো ৷
মিথুন রাশির আধিপত্য বুধের ৷ ফলে এদের হালকা সবুজ বা হালকা পেয়ারা রঙের লিপস্টিক শুভ ৷ তবে তাঁদের জন্য নীল রঙের লিপস্টিক ব্যবহার এড়িয়ে যাওয়া ভালো ৷
কর্কট রাশির মহিলারা সাধারণত দয়ালু প্রকৃতির ৷ ফলে এই রাশির মহিলারা হালকা কোনও রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন ৷ সেটি হালকা গোলাপি বা হালকা পিচ কমলা হলে ভালো ৷ তবে এই রাশির গাঢ় লাল এড়িয়ে যাওয়া ভালো ৷
সিংহ রাশির মহিলাদের লাল কোনও রঙের লিপস্টিক ব্যবহার করা শুভ ৷ এছাড়াও উজ্জ্বল কমলা বা পিচ রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন ৷ এই রঙের লিপস্টিক পড়ে কাজে বেরোলে তা সফল হবে ৷ এই রাশির অধিপত্য হল রবি ৷ রবির রং লাল হওয়ায়, সেই রঙের লিপস্টিক পরাই ভালো ৷