হাশিমোটোস থাইরয়েডাইটিসে (Hashimoto's Thyroiditis) আক্রান্ত অর্জুন কাপুর ৷ চিকিৎসকরা বলছেন, এটি একটি গুরুতর অটোইমিউন রোগ । সিংহম এগেইন, হাফ গার্লফ্রেন্ড, এক ভিলেন রিটার্নের মতো সিনেমায় অভিনয় করা তারকা একটি সাক্ষাৎকারে এই রোগের কথা জানান ৷ পাশাপাশি অর্জুন জানিয়েছেন, এই রোগের সঙ্গে লড়াই করা কতটা চ্যালেঞ্জিং, তাঁর স্বাস্থ্য ও জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করেছে ৷
অর্জুন জানান, হাশিমোটোর থাইরয়েডাইটিসে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ৷ পাশাপাশি এই রোগে থাইরয়েড গ্রন্থিও ক্ষতিগ্রস্থ হয় । ক্রমশ এই রোগ তাঁর শরীরের উপর প্রভাব ফেলছে ৷ ওজনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে ৷
Hashimoto's Thyroiditis কী ?
বিশেষজ্ঞদের মতে, হাশিমোটোর থাইরয়েডাইটিস একটি অটোইমিউন ডিসঅর্ডার ৷ যেখানে ইমিউন সিস্টেম থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে ৷ থাইরয়েড হল একটি ছোট প্রজাপতি আকৃতির গ্রন্থি যা বিপাক, শক্তির মাত্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে ৷ সময়ের সঙ্গে সঙ্গে, এই গ্রন্থির প্রদাহ এবং ক্ষতির কার্যকারিতাকে ধীর করে দেয় ৷ যার ফলে হাইপোথাইরয়েডিজম হয় এবং থাইরয়েড হরমোনের উৎপাদন হ্রাস পায় ৷