হায়দরাবাদ:অসাধ্য সাধন এআইজি'র ৷ নয়া পালক জুড়ল গাচ্চিবোলির এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি'র মুকুটে । এআইজি'র চিকিৎসকরা একটি অত্যন্ত উদ্ভাবনী পদ্ধতির মাধ্যমে এক রোগীর ব্রেন টিউমারকে সফলভাবে অপসারণ করেছেন ৷ যা চোখের পাতা ও মস্তিষ্কে ছড়িয়ে গিয়েছিল । এই জটিল এবং বিরল অস্ত্রোপচারটি হয়েছে 54 বছর বয়সি এক মহিলার ৷ গত ছ'মাস ধরে তাঁর ডান চোখে ঝাপসা দৃষ্টি এবং ব্যথা হচ্ছিল ।
তিনি প্রাথমিক চিকিৎসা করিয়েছিলেন ৷ কিন্তু তাতে লাভ হয়নি ৷ শেষ পর্যন্ত এআইজি হাসপাতালে আসেন তিনি ৷ যেখানে সিনিয়র কনসালটেন্ট নিউরোসার্জন ডাঃ অভিরচন্দ্র গাবিতা ও নিউরোসার্জারির ডিরেক্টর ডাঃ সুভোদ্রাজু ও চক্ষু বিশেষজ্ঞদের একটি দল একসঙ্গে তাঁকে পরীক্ষা করেন ৷ পরীক্ষা করার পর জানা যায়, রোগীর স্পিনো অরবিটাল ক্যাভেরনাস মেনিনজিওমা (এসওএম), মাথার খুলি ও চোখের পিছনের সংযোগস্থলে অবস্থিত একটি 2 সেমি'র টিউমার আছে । যা প্রাণহানির কারণও হতে পারে ৷