কলকাতা, 1 অক্টোবর: 'সারেগামাপা'-তে আসছে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে বিশেষ পর্ব। মহানায়ক অভিনীত ছবির জনপ্রিয় সব গান শোনাবেন প্রতিযোগীরা। আর তাই নিয়েই সাজো সাজো রব, যার সাক্ষী রইল ইটিভি ভারত। 'নীড় ছোট ক্ষতি নেই...' থেকে 'এই পথ যদি না শেষ হয়...' কিংবা 'কলির কথা শুনে বকুল হাসে...'- এহেন কালজয়ী গান এবার আরাত্রিকা-ময়ূরীদের কণ্ঠে শুনবে আমজনতা।
দিনকয়েক আগে রবীন্দ্র সঙ্গীতের পর্বে মন মাতিয়েছিলেন প্রতিযোগীরা। আর এবার মহানায়ক অভিনীত কালজয়ী সব সিনেমার রোম্যান্টিক গান শোনা যাবে এই প্রজন্মের বলা ভালো আগামী প্রতিভাদের কণ্ঠে। ইটিভি ভারতের ক্যমেরার সামনে 'সপ্তপদী' ছবির সেই হিট গান 'এই পথ ওদি না শেষ হয় ...' গেয়ে শোনালেন আরাত্রিকা, ময়ূরী, তিথিরা।
গানের পাশাপাশি ওঁদের বক্তব্য, "সারেগামাপার পথ যেন কোনওদিন শেষ না হয়। এটা আমাদের পরিবার।"
সারেগামাপার মঞ্চে তারকারা (ইটিভি ভারত) মহানায়কের একনিষ্ঠ ভক্ত তথা বিচারক অন্তরা মিত্র বলেন, "যারা অভিনয় শিল্প বা অন্যান্য শিল্পকর্মকে লঘু চোখে দেখেন উত্তম কুমার তাদের গালে একটি সপাটে চড়। উত্তম কুমার চলচ্চিত্রশিল্পে একটা কাল অতিক্রম করেছেন। আজীবন তাঁর নাম উচ্চারিত হবে। আজীবন মানুষ তাঁকে সেলিব্রেট করবে। সেলেব্রিটির আসল অর্থ 'উত্তম কুমার'। সাদা কালো ছবিতেই মানুষের মনোরঞ্জন করেছেন। রঙিন ছবির সংখ্যা তাঁর কটা? আর সেই সাদা কালো ছবির মাধ্যমেই তিনি মহানায়ক হয়েছেন।"
বিচারক শান্তনু মৈত্র বলেন, "আমাকে গত চল্লিশ বছর ধরে শুনতে হচ্ছে পরের প্রজন্ম কি মনে রাখবে উত্তম কুমারকে? আমি বলব আগামী 200,300, 400 বছর পরেও তাঁকে সবাই মনে রাখবেন। তাঁর অভিনীত ছবির গান গাইবে। কেন না, আজ যাঁরা গাইছেন তাঁদের দেখে পরে কেউ গাইবেন- এভাবেই চলতে থাকবে।"
বিচারক জাভেদ আলি বলেন, "সামনেই উত্তক কুমারকে নিয়ে একটা এপিসোড আসছে। উনি মান্না দে, হেমন্ত কুমারের কণ্ঠে লিপ দিয়েছেন বহু গানে। সেগুলি এবার আমাদের প্রতিযোগীরা গাইবেন। আমি আগেই বলেছি আমি বাংলা গানের ভক্ত। তাই দারুণ উপভোগ করছি।" সঙ্গীত পরিচালক তথা সারেগামাপার প্রতিযোগীদের মেন্টর রথীজিৎ ভট্টাচার্য জানান, সারেগামাপা নিয়ে নিজের আবেগ এবং চ্যালেঞ্জের কথা। আগামী 19 অক্টোবর সম্প্রচারিত হবে উত্তমকুমারের গান নিয়ে বিশেষ এই পর্ব।