কলকাতা, 28 সেপ্টেম্বর: বাঙালি সঙ্গীতপ্রেমীদের ড্রয়িং রুমে 'সারেগামাপা' বরাবরই আলাদা জায়গা করে নেয় ৷ গানের জগতে খোঁজ পাওয়া যায় নতুন নতুন প্রতিভার ৷ এবার সেই মঞ্চে আসছে 'রবীন্দ্র সঙ্গীত উদযাপন' পর্ব। তারই শুটিং পর্বের সাক্ষী রইল ইটিভি ভারত।
এই পর্বের বিশেষ চমক সাহেব চট্টোপাধ্যায়। তিনিও গান গাইবেন প্রতিযোগীদের সঙ্গে। 'গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ' থেকে 'আমি চিনি গো চিনি তোমারে', 'যদি তোর ডাক শুনে কেউ না আসে'-সহ একাধিক গানের ডালি দিয়ে সাজানো হয়েছে এই পর্বটি ।
'সারেগামাপা'-তে রবীন্দ্র সঙ্গীত উদযাপন (ইটিভি ভারত) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান উদযাপনের এই দিনে বিচারক থেকে প্রতিযোগী সকলেরই ছিল বিশেষ ড্রেস কোড ৷ অর্থাৎ প্রত্যেকের পরনে লাল-সাদা কম্বিনেশনের পোশাক । অনুষ্ঠান প্রসঙ্গে সঙ্গীতশিল্পী তথা বিচারক অন্তরা মিত্র বলেন, "একটা মাত্র এপিসোডে রবীন্দ্রনাথের গান শোনানো ধৃষ্টতা। তবু সারেগামাপা চেষ্টা করছে। এটাও কম নয়। সারা জীবনে গেয়ে শেষ করতে পারব না তাঁর গান। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ঠাকুর, মনের ঠাকুর। সকাল থেকে রবীন্দ্র সঙ্গীত শুনে মনটা ভালো হয়ে গেল।"
বিচারক ইমন চক্রবর্তী বলেন, "প্রত্যেক পর্বেই সারেগামাপা নতুন। আর এবার রবীন্দ্রনাথের গান নিয়ে যেহেতু একটা গোটা এপিসোড তাই আমার আনন্দটা একটু বেশি। " বিচারক জোজো বলেন, "আমরা যেসব গান গাই সেখানে তো রাবীন্দ্রিক পরিবেশ থাকে না। আজ খুব অন্যরকম লাগছে। আর আমি রবীন্দ্র সঙ্গীত গাইবার সাহসও দেখাই না। কেন না আমি গাইলেই মানুষ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমার ভুল খুঁজবে। তাই শুনেই তৃপ্ত হই। আজও শুনেই তৃপ্ত হচ্ছি ।"
গানে গানে জাভেদ আলি (ইটিভি ভারত) প্রতিযোগীদের সঙ্গে গান গেয়ে এবং তাঁদের প্রতিভা দেখে আপ্লুত সাহেব চট্টোপাধ্যায়। নীল পাঞ্জাবিতে এদিন সাহেবও খাঁটি বাঙালি বাবু। দরাজ কণ্ঠে গাইলেন রবীন্দ্র সঙ্গীত। বাকিটা জানতে হলে চোখ রাখুন ২৯ সেপ্টেম্বর ঠিক রাত সাড়ে ৯ টায় টেলিভিশনের পর্দায়।