পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্রের পতন! জাকির হুসেনের প্রয়াণে শোকাতর পণ্ডিত রনু মজুমদার - ZAKIR HUSSAIN PASSES AWAY

তবলা বাদক জাকির হুসেনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ ৷ তাঁর মৃত্যুতে শোকাহত পণ্ডিত রনু মজুমদার ৷ জানালেন শ্রদ্ধার্ঘ্য ৷

Etv Bharat
জাকির হুসেনের প্রয়াণে শোকাতর পণ্ডিত রনু মজুমদার (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 16, 2024, 9:32 AM IST

মুম্বই, 16 ডিসেম্বর:তবলা বাদক জাকির হুসেনের মৃত্যুতে শোকস্তব্ধ বরেণ্য বাঁশিবাদক পণ্ডিত রনু মজুমদার ৷ রবিবার রাতে 73 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাকির হুসেন ৷ বাঁশিবাদক শিল্পী পণ্ডিত রনু হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷

ইটিভি ভারতকে তিনি বলেন, "সত্যিই হৃদয় বিদারক ঘটনা ৷ আমি এখনও পর্যন্ত এই খবর বিশ্বাস করতে পারছি না ৷ সঙ্গীত জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের পতন হয়েছে ৷ আমার সঙ্গে জাকির ভাইয়ের পরিবারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ৷ জাকিরের ছোট ভাই তৌফিক আমার ছোটবেলার বন্ধু ৷ আমি জাকিরের সঙ্গে দুটো অ্যালবাম ও বেশ কিছু ছবিতে কাজ করেছি ৷"

প্রয়াত বিশিষ্ট তবলা বাদক জাকির হুসেনের সঙ্গে পণ্ডিত রনু মজুমদার 'ইথারিয়াল রিদম' ও 'হার্ট টু হার্ট' অ্যালবামে কাজ করেছেন ৷ সেই কথা স্মরণ করে বাঁশিবাদক শিল্পী আরও বলেন, "আমার মনে আছে যখন আমি প্রথম জাকিরের সঙ্গে কাজ করেছিলাম ৷ সালটা ছিল 1996 ৷ যেভাবে সেদিন তিনি তবলা বাজিয়েছিলেন মনে হয়েছিল আমরা দুজন একসঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি ৷ আমি সেই মুহূর্ত কখনও ভুলব না ৷ তিনি লার্জার দ্যান লাইফ ৷"

জাকির হুসেনের মৃত্যুর খবর সোমবার সকালে নিশ্চিত করে তাঁর পরিবার ৷ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের জটিলতার কারণে 73 বছর বয়সে তিনি প্রয়াত হন বলে জানা গিয়েছে ৷ 1951 সালে জন্মগ্রহণকারী, হোসেনকে বিশ্বের সবচেয়ে দক্ষ সঙ্গীতশিল্পীদের মধ্যে একজন হিসাবে বিবেচনা করা হয়। কিংবদন্তি তবলাবাদক শিল্পী গত দু'সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ৷ পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। তাঁর ম্যানেজার নির্মলা বাচানি জানিয়েছেন, শিল্পীর রক্তচাপের সমস্যা ছিল।

1988 সালে শিল্পী পদ্মশ্রী সম্মানে ও 2002 সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন ৷ সঙ্গীত জীবনে তিনি চারবার গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন ৷ জাকির হুসেনের মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া ৷

ABOUT THE AUTHOR

...view details