পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

রোস্টিংয়ের নামে মেয়েদের বডিসেমিং...! ভুল শুধরে নিয়ে বড় সিদ্ধান্ত 'দ্য বং গাই' কিরণের - The Bong Guy Kiran Dutta

Kiran Dutta on Kolkata Doctor Rape and Murder Case: দ্য বং গাই-এর ভিডিয়ো মানেই সেখানে হাসির খোরাক মজুত থাকা ৷ কিন্তু বিগত কয়েকদিন ধরে হাসতে এবং হাসাতে ভুলে গিয়েছেন ইউটিউবার কিরণ ৷ আরজি করের ঘটনা এতটাই নাড়া দিয়েছে যে বড় সিদ্ধান্ত নিলেন 'দ্য বং গাই' ৷

Kiran Dutta
বড় সিদ্ধান্ত 'দ্য বং গাই' কিরণের (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 28, 2024, 6:22 PM IST

হায়দরাবাদ, 28 অগস্ট: আরজি কর ঘটনায় নির্যাতিতা কবে বিচার পাবে সেই আশায় দিন গুনছেন সকলে ৷ একইভাবে সেই দিনটার অপেক্ষায় রয়েছেন ইনফ্লুয়েন্সার দ্য বং গাই অর্থাৎ সকলের প্রিয় ইউটিউবার-কমেডিয়ান-অভিনেতা কিরণ দত্ত ৷ বুধবার চারদিকে ঘটে চলা ঘটনাপ্রবাহে নতুন এক সিদ্ধান্ত নিয়েছেন কিরণ ৷ সোশাল মিডিয়ায় সমাজ বদলানোর নতুন বার্তা দিলেন তিনি ৷

কিরণ লেখেন, "সেই দিনটার অপেক্ষায় এখনও ৷ যেদিন টিভিতে আসল আসামীদের নাম বলবে। কান্নায়, রাগে ভেঙে পড়বে গোটা রাজ্য। শান্তি পাবে সব মায়েরা। আমাদের দিদিটা বিচার পাবে। আমি এখনো বিশ্বাস রাখি সেই দিন আসবে ৷ এই মাসটা আমায় ভেতর থেকে অনেক নাড়িয়ে দিয়েছে । আমি কিছুতেই কমেডি নিয়ে কিছু ভাবতেও পারছি না, লিখতেও পারছি না। কাজে ফিরতেই পারছি না। আমি এটা আমার ভেতরে রাখতেও চাইছি। তাই কিছু সিদ্ধান্ত নিয়েছি। কমেডি ভিডিয়োর পাশাপাশি আমি অনেক কিছু নিয়ে আলোচনা করব যা নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন আমাদের সমাজে। জানি কম মানুষ দেখবে, ভিউস কম হবে তবে শান্তি পাব। এভাবে একদিন একদিন করেই লড়ে যেতে হবে একটু ভালো ভবিষ্যতের জন্য। আমি ভাবতাম আমার থেকে মানুষ শুধু কমেডিই চায় ৷ তবে আমি ভুল ছিলাম। তাই লড়াই থামিয়ে দিলে চলবেনা। লড়াই চলবে।"

কিরণের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনুরাগীরাও ৷ এরপর অন্যান্য ইউটিউবার ও ক্রিয়েটারদের উদ্দেশ্যে কিরণ বলেন, " আমার একটা অনুরোধ রয়েছে সব ক্রিয়েটার ভাইদের কাছে। ছোট-বড় ভুল আমরা সবাই করেছি আমাদের ভিডিয়োতে। কমেডির নেগেটিভ সাইড নিজে বোঝা যায় না কতটা লিমিট। জোকটা আরও ফানি হবে বলে আমরা অনেক কথাই বলে ফেলি। বাস্তব জীবনে হয়তো সেসব ভাবোও না। তাই আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ হবে ভবিষ্যতে সেই গুলো নিয়ে ভাবা।"

কিরণ তাঁর পোস্টের মন্তব্য সেকশনে আরও বলেন, "মেয়েদের বডি পার্ট নিয়ে জোক বলাটা কমেডি না রে ভাই। আমাদের এটা খেয়াল রাখা উচিৎ। আমি বলছি না মজা করবে না, রোস্টিং করতেও বারণ করছি না। কিন্তু কোথায় বিলো দ্য বেল্ট হচ্ছে এবার আমাদের বুঝতে হবে। আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় প্রতিবাদ ক্রিয়েটরদের জন্য। রোস্টিং-এর নামে মেয়েদের বডিসেমিং করাটা বন্ধ হওয়া প্রয়োজন।"

তিনি আরও বলেন, "কমেডি কিছু না কিছুকে মক করেই করা হয়। পৃথিবীর কেউ না কেউ তাতে অফেন্ড হবেই। নাচ গান বাকি আর্টফর্মে কিন্তু সেটা নেই। তাই এফআইআরও কমেডিয়ানদের বিরুদ্ধেই হয়। তাই কমেডি চলুক তবে ওই যে কোথায় থামতে হবে সেটা বুঝতে হবে। সেই বোঝাটা এবার দায়িত্বের মধ্যে পড়া উচিৎ ৷"

ABOUT THE AUTHOR

...view details