হায়দরাবাদ, 18 ডিসেম্বর:কথাতেই বলে যত গর্জে তত বর্ষে না ৷ এমন হাল হয়েছে চলতি বছর মুক্তি পাওয়া বেশ কিছু ছবিরও ৷ শুটিং শুরু থেকে হলে মুক্তি পাওয়া পর্যন্ত এমন কিছু ছবি চলতি বছর সামনে এসেছে, যা নিয়ে ক্রেজ ছিল প্রচুর ৷ একদিকে স্টারকাস্ট অন্যদিকে বাজেট সবমিলিয়ে বক্সঅফিসেও ধামাকা ফেলবে, এমনটা মনে হলেও তা যে সবসময় সত্যি হয় না তা আবারও প্রমাণিত ৷
অক্ষয় কুমারের 'সরফিরা 2' হোক বা 'ক্র্যাক', 'ভেদা', 'উলঝ', 'খেল খেল ম্যায়' কিংবা 'অঁরো মে কাহা দম থা'-র মতো ছবি চলতি বছর অন্যতম বড় বাজেটের সিনেমা ছিল ৷ যে ছবি গুলি নিয়ে প্রত্যাশাও ছিল নির্মাতাদের ৷ কিন্তু বক্সঅফিসে তা ছবি তৈরির টাকাও তুলতে পারেনি ৷ একনজরে দেখে নেওয়া যাক, এমন পাঁচটি বিগেস্ট ফ্লপ সিনেমা ৷
ময়দান
অমিত রবিন্দরনাথ শর্মা পরিচালিত, ময়দান 2024 সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমার মধ্যে ছিল একটি। প্রধান চরিত্রে ছিলেন অজয় দেবগণ ৷ সৈয়দ আবদুল রহিমের জীবনী নির্ভর এই ছবি ঘিরে প্রত্যাশা ছিল অনেক ৷ ভারতের বিখ্যাত ফুটবল কোচের জীবনী হলে দর্শক টানবে এমন আশা ছিল নির্মাতাদের । রিপোর্ট বলছে, 250 কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে এই ছবি ৷ কিন্তু ভারতে ছবির আয় মাত্র 52 কোটি টাকা ৷ গ্লোবালি আয় হয় 68 কোটি টাকা ৷ ফলে নির্মাতারা বাধ্য হন ওটিটি-তে ছবি দ্রুত রিলিজ করাতে ৷
বড়ে মিঞা ছোটে মিঞা
একদিকে অক্ষয় কুমার অন্যদিকে টাইগার শ্রফ ৷ আলি আব্বাস জাফরের অ্যাকশনে ভরপুর ছবি ঘিরে প্রত্যাশা ছিল অনেকটাই ৷ 350 কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি ঘরে এক শতাংশও তুলতে পারেনি ৷ ছবি মুক্তির পর বক্সঅফিসে আয় হয় মাত্র 60 কোটি টাকা ৷ দুর্বল চিত্রানাট্য ও খারাপ অভিনয়কে ছবির ফ্লপ হওয়ার কারণ বলে মনে করেছেন অনেক দর্শক ৷