কলকাতা, 18 ডিসেম্বর: "মা জননী চোখের মণি অসীম তোমার দান, ত্রিভুবনে তোমার মতো হয় না কারো মান
মা ছেলের এক অসামান্য গল্প 'আড়ি' নিয়ে আমরা তোমাদের সাথে 'ভাব' করতে আসছি ৷ আগামী পয়লা বৈশাখে দেখা হচ্ছে।" নতুন ছবির খবর এভাবেই জানিয়েছেন যশ-নুসরতের প্রযোজনা সংস্থা 'ওয়াই ডি ফিল্মস'।
পরিচালক জিৎ চক্রবর্তী বলেন, "ছবিটা মা ও ছেলের সম্পর্কের গল্প। এখানে মায়ের চরিত্রে মৌসুমী দি (চট্টোপাধ্যায়) আর ছেলের চরিত্রে যশ দাশগুপ্ত। ছবির গল্প নিয়ে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে, অন্য যশকে আবিষ্কার করবে দর্শক 'আড়ি'তে। ওদিকে অদিতি নামে একজন গল্পকারের ভূমিকায় নুসরত জাহান। সে লেখালিখি করে। বাকিটা থাক। আমি নিজে মুম্বই গিয়ে মৌসুমী দি'কে গল্পটা শুনিয়ে এসেছিলাম। এখন কলকাতাতেই আমাদের শুটিং চলছে। এরপরে জানুয়ারিতে আছে আউটডোর। দীঘা, মন্দারমণিতে হবে শুটিং।"