কলকাতা, 24 অগস্ট: আরজি কর ঘটনার জেরে 'মেয়েদের রাতের কাজ থেকে বিরত রাখা হোক'- এমন একটি নিয়মের কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। তারপর থেকেই রাজ্যের নারী-পুরুষ নির্বিশেষে সরব হয়েছেন অযৌক্তিক নিয়মের বিরুদ্ধে। পাশাপাশি 'মেয়েদের জন্য সুরক্ষিত নয় টলিপাড়া'- এই বক্তব্য সামনে রেখে একে একে নিজেদের সঙ্গে হওয়া নানা সময়ের ঘটনাবলি পরিচালকের নাম না করে সামনে আনছেন টলিপাড়ার অভিনেত্রীরা। এই অবস্থায় সত্যিই টলিপাড়ায় নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।
এই অবস্থায় নারী সুরক্ষা নিয়ে কী ভাবছেন ফেডারেশন (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া) সভাপতি স্বরূপ বিশ্বাস? ইটিভি ভারত তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, "আমাদের কাছে এখনও এসে কেউ লিখিত অভিযোগ জানাননি। সবটাই পোর্টালের মাধ্যমে জানতে পারছি। ফেডারেশন নারী সুরক্ষার ব্যাপারে সচেতন। লিখিত অভিযোগ জানালে এবং তা সত্যি হলে সেই অভিযোগকারীর পাশে ফেডারেশন সর্বতোভাবে থাকবে। তা সে আইনিভাবে হোক বা যেভাবেই হোক। অভিযোগকারীকে আইনি সাহায্য করতে প্রস্তুত ফেডারেশন। একইসঙ্গে অভিযোগকারীর নাম গোপন রাখা হবে- এই অঙ্গীকার ফেডারেশনের। তাই বলছি লিখিত অভিযোগ জমা দিন, ফেডারেশন পাশে আছে।""