কলকাতা, 24 অক্টোবর:থিয়েটার পাড়ায় ফের নারী নিগ্রহের অভিযোগ ৷ এক নাট্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন নির্যাতিতা ৷ এর আগেও একাধিক নাট্যকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । আবারও একই ধরনের ঘটনার অভিযোগ সামাজিক মাধ্যমে তুলে ধরলেন এক যুবতী । পালটা জবাব দিলেন অভিযুক্ত নাট্যকর্মী রাজেশ দেবনাথও ।
নির্যাতিতা এক দীর্ঘ পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় । সেই পোস্টে তিনি দাবি করেন, গত বছর রাজেশ দেবনাথ নামে একজন নাট্য নির্দেশকের সঙ্গে তিনি কাজ শুরু করেছিলেন ৷ নির্যাতিতার নাট্যদল 'পথের মানুষ'-এও একটি নাটক পরিচালনা করেছিলেন রাজেশ । এরপর তিনি তাঁর পরিচালিত অন্য একটি নাটকে নির্যাতিতাকে অভিনয় করার কথা বলেন । নির্যাতিতা নিজেই জানিয়েছেন, রাজেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি । কাজ না থাকলেও তাঁর রিহার্সালে যেতেন ।
অভিযোগকারিণী আরও লিখেছেন যে, গত বছর দশমীর রাতে তাঁকে রাজেশ ফোন করে ডাকলে তিনি চলে যান । তখন রাজেশের দলের কয়েকজন লোকও সেখানে ছিলেন । রাজেশ তাঁকে আলাদা অফিসে ডেকে নেন । সেদিন সেই নির্যাতিতাও নেশাগ্রস্ত ছিলেন । অভিযোগ, রাজেশ তাঁকে শরীর উন্মুক্ত করতে বললে নানা টালবাহানার পর নির্যাতিতা রাজেশের কথা মেনে নেন । এবং এরপর, তিনি তাঁর দলের একজনকে ঘরে ডাকতে থাকেন । নির্যাতিতার বিশ্বাস ছিল, এমন কাজ রাজেশ তাঁর সঙ্গে করতে পারেন না । নিজেকে ঢাকতে চেয়েছিলেন নির্যাতিতা । কিন্তু তাঁকে পোশাক পরতে দেননি রাজেশ । সেই ব্যক্তি দরজার বাইরে থেকে আসতে হবে কি না জানতে চাইলে নির্যাতিতা না বললেও ভিতরে আসতে বলেন রাজেশ । লজ্জায় মুখ ঢাকেন নির্যাতিতা । তৃতীয় ব্যক্তির চোখে মুখে অপরাধবোধ দেখেন তিনি ।
অভিযোগকারিণীর কথায়, রাজেশ বলেছিলেন তাঁকে বিয়ে করতে হলে এরকম কাজ আরও করতে হবে । এরপর নাকি তর্ক হয় দু'জনের মধ্যে । সেই সময় নির্যাতিতাকে রাজেশ চড় মারতে থাকেন বলে অভিযোগ । এরপর নির্যাতিতা সেই জায়গা থেকে বেরিয়ে যান । এবং আত্মহত্যার কথাও ভাবেন বলে তিনি লিখেছেন নিজের পোস্টে । ওই ব্যক্তি আরও অনেককেই এহেন নানা প্রস্তাব দিয়েছেন বলেও অভিযোগ নির্যাতিতার । তিনি অকপটে লিখেছেন যে, এই ঘটনার জন্য তিনি নিজেকেই দায়ী করেন ।