কলকাতা, 24 অগস্ট:বাঙালিঅভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় শুক্রবার রাতে ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছেন ৷ একদিকে যখন দেশ তথা রাজ্যজুড়ে আরজি কর ঘটনার প্রতিবাদ চলছে তখন তিলোত্তমার বুকে আরও এক নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ৷ কী হয়েছিল গতকাল রাতে সেই ভিডিয়ো নিজের সোশাল মিডিয়া পেজে শেয়ার করেন অবিনেত্রী ৷ জানান, কীভাবে তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে ৷ ঘটনায় প্রচন্ড রকম ভয়ও পেয়েছে বাঙালি অভিনেত্রী ৷ একনজরে জেনে নেওয়া যাক কে এই পায়েল মুখোপাধ্যায়?
পায়েল বাংলা ইন্ডাষ্ট্রির পাশাপাশি, দক্ষিণ ফিল্ম ইন্ডাষ্ট্রিতেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন ৷ দীর্ঘদিন ধরেই পায়েল সিনেদুনিয়ার সঙ্গে যুক্ত। পায়েল 'দ্য স্যুয়েজ অফ রবিনহুড', 'গিরগিটি' এবং 'শ্রীরঙ্গপুরম' মতো ছবিতে তাঁর জাদু দেখিয়েছেন। পায়েলের আসন্ন চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'অন্তর যুদ্ধ', 'ইন সার্চ অফ সানশাইন', 'নন স্টপ ধামাল' এবং 'পুল্লু'। রাজপাল যাদবও থাকবেন 'নন স্টপ ধামাল' ছবিতে। পায়েল মুখোপাধ্যায় 2017 সাল থেকে বিনোদন দুনিয়ায় কাজ করে চলেছেন ৷