পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

তিলোত্তমায় হেনস্থার শিকার পায়েল, জানেন তিনি কে? - Who is Payel Mukherjee - WHO IS PAYEL MUKHERJEE

Who is Payel Mukherjee: কলকাতার ধর্ষণ মামলার মধ্যে, বাঙালি অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের উপর হামলা এক বাইক আরোহীর ৷ অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া মুহূর্তের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ কে এই পায়েল মুখোপাধ্যায়?

Who is Payel Mukherjee
তিলোত্তমায় হেনস্থার শিকার পায়েল (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 24, 2024, 12:58 PM IST

কলকাতা, 24 অগস্ট:বাঙালিঅভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় শুক্রবার রাতে ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়েছেন ৷ একদিকে যখন দেশ তথা রাজ্যজুড়ে আরজি কর ঘটনার প্রতিবাদ চলছে তখন তিলোত্তমার বুকে আরও এক নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ৷ কী হয়েছিল গতকাল রাতে সেই ভিডিয়ো নিজের সোশাল মিডিয়া পেজে শেয়ার করেন অবিনেত্রী ৷ জানান, কীভাবে তাঁর গাড়ির কাঁচ ভাঙা হয়েছে ৷ ঘটনায় প্রচন্ড রকম ভয়ও পেয়েছে বাঙালি অভিনেত্রী ৷ একনজরে জেনে নেওয়া যাক কে এই পায়েল মুখোপাধ্যায়?

পায়েল বাংলা ইন্ডাষ্ট্রির পাশাপাশি, দক্ষিণ ফিল্ম ইন্ডাষ্ট্রিতেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন ৷ দীর্ঘদিন ধরেই পায়েল সিনেদুনিয়ার সঙ্গে যুক্ত। পায়েল 'দ্য স্যুয়েজ অফ রবিনহুড', 'গিরগিটি' এবং 'শ্রীরঙ্গপুরম' মতো ছবিতে তাঁর জাদু দেখিয়েছেন। পায়েলের আসন্ন চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'অন্তর যুদ্ধ', 'ইন সার্চ অফ সানশাইন', 'নন স্টপ ধামাল' এবং 'পুল্লু'। রাজপাল যাদবও থাকবেন 'নন স্টপ ধামাল' ছবিতে। পায়েল মুখোপাধ্যায় 2017 সাল থেকে বিনোদন দুনিয়ায় কাজ করে চলেছেন ৷

সিলভার স্ক্রিনের পাশাপাশি সোশাল মিডিয়াতেও সক্রিয় পায়েল ৷ নানা সময়ে তিনি ভিডিয়ো শেয়ার করেন অনুরাগীদের জন্য ৷ ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার 2.2 লক্ষ জন ৷ সম্প্রতি আলতামাশ ফরীদির গানে দেখা গেছে পায়েলকে। উল্লেখ্য, কলকাতা ধর্ষণের ঘটনায় পায়েলও প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা নিয়ে হতাশাও প্রকাশ করেছিলেন ভিডিয়োতে ।

প্রসঙ্গত, পায়েল শুক্রবার আক্রান্ত হলে লাইভ ভিডিয়ো করেন ৷ সেখানে তিনি বলেন, " আমি কলকাতার সাউথ অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলাম ৷ এমন সময় হঠাৎ একজন বাইক আরোহী গাড়ির সঙ্গে ধাক্কা মারে ৷ এরপর তিনি আমাকে গাড়ির জানালার কাচ নামাতে বলেন ৷ যখন আমি কাচ নামাই না তখন ওই ব্যক্তি তা ঘুষি মেরে ভেঙে দেন ৷ এরপর সাদা রঙের পাউডার গাড়িতে ছড়িয়ে দেন ৷ " এই ঘটনায় তাঁকে কাঁদতেও দেখা যায় ৷ পুলিশ ঘটনাস্থলেই বাইক চালককে ধরে ফেলে।

ABOUT THE AUTHOR

...view details