পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

দুই থেকে তিন হচ্ছেন বরুণ-নাতাশা, অনুরাগীদের খুশির খবর শোনালেন অভিনেতা - Varun Dhawans Wife Pregnant

Varun Dhawans Wife Pregnant: বিয়ের তিন বছর পর সন্তানসুখ পেতে চলেছেন বরুণ-নাতাশা ৷ সোশাল মিডিয়ায় আনন্দের খবর জানাতেই শুভেচ্ছা বন্যা অনুরাগীদের ৷

Etv Bharat
বরুণ-নাতাশার জীবনে আসছে খুদে সদস্য

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 7:08 PM IST

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি:রবিবার খুশির খবর শোনালেন অভিনেতা বরুণ ধাওয়ান ৷ সোশাল মিডিয়ায় জানালেন তাঁর ও নাতাশার জীবনে আসতে চলেছে খুদে সদস্য ৷ স্ত্রী নাতাশা দালালকে নিয়ে মিষ্টি একটি ছবি শেয়ার করেছেন বরুণ ৷ সস্ত্রীক বরুণ জানালেন, প্রথম সন্তানের অপেক্ষায় তাঁরা ৷

ইন্সটাগ্রামে 'ভেড়িয়া' অভিনেতা একটি ছবি শেয়ার করেছেন ৷ ক্যাপশনে লিখেছেন, "আমরা প্রেগন্যান্ট ৷ আপনাদের সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই ৷ #আমার পরিবার আমার শক্তি ৷" তিনি যে ছবি শেয়ার করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে ঘরে তোলা ৷ যেখানে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা নাতাশার স্ফীত পেটে আদরের চুম্বন দিচ্ছেন বরুণ ৷ পাশে মিষ্টিভাবে চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছে আদরের পোষ্য জয়ী ৷

বরুণের এই পোস্ট সামনে আসার পরেই তারকা থেকে অনুরাগীরা সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নেটপাড়ায় ৷ 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে যার হাত ধরে বিটাউনে পা রাখেন বরুণ, সেই করণ জোহর লিখেছেন, " দুজনকেই অনেক ভালোবাসা ৷ তোমাদের জন্য আমি ভীষণ ভীষণ খুশি ৷ বিশ্বের সবচেয়ে সুন্দর অনুভূতিকে স্বাগত ৷" অর্জুন কাপুর লিখেছেন, "ড্যাডি ও মাম্মি নম্বর ওয়ান ৷" প্রসঙ্গত, বরুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন টাইটেলে 'নম্বর ওয়ান' জুড়েই ৷

2021 সালের 24 জানুয়ারি দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বরুণ ৷ তাঁদের বিয়ে হয়েছে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে ৷ আসলে ক্লাস সিক্স থেকে নাতাশা-বরুণ একে অপরের বন্ধু ৷ জানা যায়, এর আগে চারবার নাতাশাকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন বরুণ ৷ তবে সেই প্রস্তাব প্রত্যাখান করেন নাতাশা ৷ তাও হার মানেননি বরুণ ৷ অবশেষে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৷

কাজের কথা বললে 'ভেড়িয়া' পরবর্তী বরুণকে দেখা যায় 'বাওয়াল' ছবিতে ৷ বর্তমানে তাঁর 'বেবি জন' সিনেমা মুক্তির অপেক্ষায় ৷ এছাড়াও রয়েছে 'সিটাডেল'-এর মতো সিরিজ ৷ সুতরাং, বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছেন অভিনেতা ৷ এবার সেই ব্যস্ততা দ্বিগুণ করতে বাড়িতে আসতে চলেছে খুদে সদস্য ৷

আরও পড়ুন:

1. বনবাস কাটিয়ে পরিচালকের আসনে কিরণ রাও, মুক্তির অপেক্ষায় 'লাপাতা লেডিস'

2.বিটাউনে পার 55 বছর, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলিউড শাহেনশার

3.অনেকটাই পিছিয়ে গেল 'দেবারা'র মুক্তি, কবে আসছে জুনিয়র এনটিআরের ফিল্ম ?

ABOUT THE AUTHOR

...view details