পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে রাজপথে আবির-পাওলি, কথা হল দেব-রূপার - Kolkata Doctor Rape and Murder Case

RG Kar rape and Murder Case: শনিবার বিকালে তিলোত্তমার বিচার চেয়ে পথে নামলেন ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সদস্যরা ৷ শিল্পীদের গণ অবস্থানে উপস্থিত দেব-আবির, পাওলি দাম-সহ আরও অনেকে ৷

RG Kar rape and Murder Case
তারকাদের প্রতিবাদ মিছিল (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 24, 2024, 7:44 PM IST

Updated : Aug 24, 2024, 7:57 PM IST

কলকাতা, 24 অগস্ট: আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচার ও অপরাধীর শাস্তির দাবিতে গণ অবস্থানে আর্টিস্ট ফোরামের শিল্পীদের ৷ কলকাতার জন্মদিনে গণ অবস্থানে সামিল হলেন ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সদস্যরা। প্রতিবাদে সামিল হলেন তৃণমূল সাংসাদ তথা অভিনেতা দেবও ৷ ন্যায় বিচার চেয়ে এদিন মোমবাতি জ্বালান দেবের পাশাপাশি আবির চট্টোপাধ্যায় ৷ টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় গণ অবস্থানে হাজির রূপা গঙ্গোপাধ্যায়, দেবলীনা দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, দিগন্ত বাগচি, রাণা মিত্র, রূপসা গুহ, অর্জুন চক্রবর্তী, জয়ন্ত দত্ত বর্মন, চৈতি ঘোষাল, গৌরব চক্রবর্তী, পাওলি দাম-সহ আরও অনেকে। কর্মসূচির মধ্যে রূপার সঙ্গে দেবকে কথাও বলতে দেখা যায় ।

তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে রাজপথে আবির-পাওলি (ইটিভি ভারত)

অভিনেত্রী মানালী দে বলেন, "আমরা দোষীর নাম জানতে চাই ৷ চাই দোষী শাস্তি পাক ৷ সেই কারণেই রোজ মিছিল করা হচ্ছে ৷ আমাদের সকলের একটাইঅ চাওয়া, যে অপরাধী সামনে আসুক ৷ শাস্তি পাক ৷ অস্থির পরিবেশ তৈরি হয়েছে ৷ আমরা ন্যায় চাই ৷"

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, "আমাদের প্রতিবাদ মিছিল রাজনৈতিক রঙ ছাড়া ৷ আমরা বিচার চাই ৷ বিচার কথাটার মানে দোষীকে শাস্তি দেওয়া শুধু নয় ৷ একটা সরকারি হাসপাতালে ডাক্তারের সঙ্গে এমন ঘটনা কীভাবে হল? নিশ্চই কোনও গাফিলতি রয়েছ ৷ কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে ৷ সেখান থেকেও কোনও ছবি স্পষ্ট হয়নি ৷ আসামের মেয়েদের বলা হয়েছে অন্ধকার জায়গায় যেও না ৷ মেয়েরা রাত দখল করার ডাক দেওয়ার পরেও ৷ গত 15 দিনে অজস্র ধর্ষণের ঘটনা ঘটে গিয়েছে ভারতের বিভিন্ন জায়গায় ৷ সেই কারণে গলার আওয়াজ জারি রাখতে হবে ৷"

9 অগস্ট আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় কেটে গিয়েছে দু'সপ্তাহ ৷ শিল্পীদের একটাই দাবি, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ আন্দোলন চলবে ৷ পাশাপাশি, শহরের বুকে নিশ্চিত করতে হবে নারী সুরক্ষা তথা নিরাপত্তা ব্যবস্থাও ৷

Last Updated : Aug 24, 2024, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details