কলকাতা, 24 অগস্ট: আরজি কর কাণ্ডে তিলোত্তমার বিচার ও অপরাধীর শাস্তির দাবিতে গণ অবস্থানে আর্টিস্ট ফোরামের শিল্পীদের ৷ কলকাতার জন্মদিনে গণ অবস্থানে সামিল হলেন ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সদস্যরা। প্রতিবাদে সামিল হলেন তৃণমূল সাংসাদ তথা অভিনেতা দেবও ৷ ন্যায় বিচার চেয়ে এদিন মোমবাতি জ্বালান দেবের পাশাপাশি আবির চট্টোপাধ্যায় ৷ টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় গণ অবস্থানে হাজির রূপা গঙ্গোপাধ্যায়, দেবলীনা দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, দিগন্ত বাগচি, রাণা মিত্র, রূপসা গুহ, অর্জুন চক্রবর্তী, জয়ন্ত দত্ত বর্মন, চৈতি ঘোষাল, গৌরব চক্রবর্তী, পাওলি দাম-সহ আরও অনেকে। কর্মসূচির মধ্যে রূপার সঙ্গে দেবকে কথাও বলতে দেখা যায় ।
অভিনেত্রী মানালী দে বলেন, "আমরা দোষীর নাম জানতে চাই ৷ চাই দোষী শাস্তি পাক ৷ সেই কারণেই রোজ মিছিল করা হচ্ছে ৷ আমাদের সকলের একটাইঅ চাওয়া, যে অপরাধী সামনে আসুক ৷ শাস্তি পাক ৷ অস্থির পরিবেশ তৈরি হয়েছে ৷ আমরা ন্যায় চাই ৷"