পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ছিলেন সাফল্যের শিখরে, আচমকাই অভিনয়কে বিদায় যেসব জনপ্রিয় তারকার - INDIAN ACTORS WHO QUIT ACTING

অভিনয় থেকে স্বেচ্ছা অবসর বিক্রান্ত ম্যাসির ৷ ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা আছেন যারা কেরিয়ারের শিখরে থাকার মধ্যেই অভিনয় ছেড়েছেন। জেনে নিন সেই তারকাদের সম্পর্কে ৷

Etv Bharat
অভিনয়কে বিদায় একাধিক তারকার (আইএএনএস)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 2, 2024, 6:34 PM IST

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি অভিনয় থেকে স্বেচ্ছা অবসরের ইঙ্গিত দিয়ে সোশাল মিডিয়ায় আলোড়ন ফেলেছেন । আজ (2 ডিসেম্বর) সকালে তিনি একটি পোস্ট শেয়ার করে জানান, তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন ৷ কেরিয়ারের শিখরে ছিলেন অভিনেতা ৷ তারপর এই সিদ্ধান্তে অবাক হয়েছেন অনুরাগীরা ৷

তবে বিক্রান্ত প্রথম নন, বলিউডে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা কেরিয়ারের মধ্য গগনে থাকার মাঝেই বিরতির ঘোষণা করেছেন বা অভিনয়কে বিদায় জানিয়েছেন ৷ একনজরে দেখে নেওয়া যাক সেই সব তারকা জার্নি ৷

টুইঙ্কল খান্না
1995 সালে ববি দেওলের বিপরীতে 'বরসাত' ছবি দিয়ে বিটাউনে আত্মপ্রকাশ করেন রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল খান্না ৷ ঝুলিতে আসে ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড ৷ এরপর অজয় দেবগণের বিপরীতে 'জান' ছবি বক্সঅফিসে সাফল্য লাভ করে ৷ একাধিক ছবিতে সাফল্য পাওয়ার পরও টুইঙ্কল খান্না 2001 সালে অভিনেতা অক্ষয় কুমারকে বিয়ে করে স্বেচ্ছায় অভিনয় জীবনকে টাটা বাইবাই বলে দেন ৷

জায়রা ওয়াসিন

আমির খানের ব্লকবাস্টার সিনেমা দঙ্গল-এ ছোট্ট গীতা ফোগাটকে নিশ্চই মনে রয়েছে সকলের ৷ দঙ্গল ছাড়াও তাঁকে দেখা গিয়েছে সিক্রেট সুপারস্টার এবং দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে। মাত্র তিনটে ছবিতেই জায়রা অভিনয়ের জাত চিনিয়েছিলেন ৷ কিন্তু আচমকাই তিনি ফিল্মি কেরিয়ারকে বিদায় জানান ৷ তিনি ভিডিয়ো বার্তায় জানান, ধর্মের কারণে তিনি অভিনয় থেকে বিদায় নিচ্ছেন।

আয়েশা টাকিয়া

আয়েশা টাকিয়াকে শেষ দেখা গিয়েছিল নাগেশ কুকুনুরের রোমান্টিক নাটক 'মোড'-এ ৷ রণবিজয় সিং এবং তানভি আজমির বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে ৷ এরপর বিনোদন জগতকে বিদায় জানান সলমন খানের অভিনেত্রী ৷ আয়েশা টাকিয়া এবং তাঁর স্বামী আবু ফারহান আজমি পরবর্তী সময়ে নিজেদের রেস্তোরাঁর কাজে ব্যস্ত হয়ে যান ৷

অসিন থট্টুমকাল

অসিন 2001 থেকে 2015 সাল পর্যন্ত অভিনয়ের সারিতে সক্রিয় ছিলেন। তিনি আমির খানের সঙ্গে 'গজনি', সলমন খানের সঙ্গে 'রেডি', 'হাউসফুল 2', 'বোল বচ্চন', 'খিলাড়ি 786' এবং 'অল ইজ ওয়েল'-এর মতো অনেক সুপারহিট ছবিতে কাজ করেছেন। অসিন তাঁর বিয়ের ঠিক আগে অভিনয় ছেড়ে দেন ৷

সানা খান

সানা খান টিভি ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন তারকা ৷ 50টির মতো বিজ্ঞাপনের পরিচিত মুখ ছিলেন সানা ৷ তাঁকে সলমন খানের সঙ্গে 'জয় হো'তেও দেখা গিয়েছে ৷ তাঁর ফিল্ম কেরিয়ার সফলতার সঙ্গে এগোচ্ছিল ৷ এরপর তিনি বিয়ে করেন ৷ তারপর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা করেন।

তনুশ্রী দত্ত

'আশিক বানায়া আপনে' এবং 'ভাগম ভাগ' ছবিতে অভিনয় করে হইচই ফেলে দেন তনুশ্রী দত্ত ৷ শেষবার সিনেপর্দায় তাঁকে দেখা গিয়েছে 2010 সালের ছবি 'অ্যাপার্টমেন্ট'-এ। এরপর অভিনয় জগতকে বিদায় জানান তিনি। তবে, 'মি টু' আন্দোলন নিয়ে মুখ খুলে তিনি খবরের শিরোনামে এসেছিলেন ৷

থলাপতি বিজয়

দক্ষিণের সুপারস্টার থলাপতি বিজয় অভিনয়ের পথ ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেছেন ৷ রাজনীতিতে প্রবেশের পর, বিজয় ঘোষণা করেছেন যে তিনি তার 69তম সিনেমার পর বিনোদন দুনিয়া থেকে বিদায় নেবেন ৷ তারপর পুরোপুরি তিনি রাজনীতিতে মনোনিবেশ করবেন ৷

ABOUT THE AUTHOR

...view details