পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

একদিকে মধুমিতা, অন্যদিকে দর্শনা; কোন নায়িকাকে বাছবেন বিক্রম? উত্তর দেবে 'সূর্য' - Vikram Chatterjee - VIKRAM CHATTERJEE

Vikram-Madhumita New Movie: নিজের না পাওয়াগুলো অন্যদের উজাড় করে দেওয়ার নাম ‘সূর্য ৷ আসছে শিলাদিত্য মৌলিকের নতুন ছবি ৷ নাম ভূমিকায় 'পারিয়া' অভিনেতা ৷

Vikram Madhumita New Movie
বিক্রম চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 10:38 PM IST

কলকাতা, 13 জুন: 'পারিয়া' ছবির মধ্য দিয়ে দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ৷ এবার তাঁকে দেখা যাবে নয়া অবতারে ৷ শিলাদিত্য মৌলিকের নতুন ছবি 'সূর্য'-তে নাম ভূমিকায় দেখা যেতে চলেছে বিক্রমকে ৷ নতুন প্রেমের গল্প নিয়ে আগ্রহে দর্শকরাও ৷ ছবির মুক্তি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ৷

প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক ৷ একেবারে নতুন ইমেজে ধরা দিয়েছেন অভিনেতা বিক্রম। টিজার প্রকাশের মধ্য দিয়েই সামনে আনা হয়েছে ছবি মুক্তির তারিখ ৷ ছবিতে মধুমিতা সরকারকে দেখা যাবে উমার চরিত্রে ৷ অন্যদিকে অভিনেত্রী দর্শনা বণিককে দেখা যাবে দিয়ার চরিত্রে। তিনজনের জীবনের পথচলাই এই ছবির রসদ। যার প্রতিটি মোড়ে রয়েছে টুইস্ট। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে উত্তরবঙ্গে ৷ 'ইনোভেটিভ ফিল্মস'- এর ব্যানারে 19 জুলাই প্রেক্ষাগৃহে আসছে 'সূর্য'।

এর আগে শিলাদিত্য পরিচালিত 'সোয়েটার' বেশ জনপ্রিয়তা পায় দর্শকমহলে। হিট হয় ছবিটির প্রত্যেকটি গান। তবে, 'প্রেমে পড়া বারণ' মন ছুঁয়ে যায় দর্শকদের ৷ লগ্নজিতার গলায় গানটি হয়ে ওঠে অনেকের কলার টিউনও ৷ এরপর শিলাদিত্য পরিচালিত 'হৃদপিণ্ড'ও নির্ভেজাল ভালোবাসার ছবি হিসেবে কদর পায় দর্শকের কাছে। আর এবার 'সূর্য'। শিলাদিত্য বরাবরই ভালোবাসার গল্প বুনতে ভালোবাসেন।

এবার আরও একবার প্রেমের বুননে তিনি তৈরি করলেন 'সূর্য'। তবে, অন্যান্য ছবির মতো 'সূর্য' ত্রিকোণ প্রেমের গল্প বলবে নাকি অন্য ধারায় বইবে, তা এখনই প্রকাশ্যে আনতে নারাজ পরিচালক ৷ তবে যেহেতু বিক্রমের বিপরীতে দর্শনা ও মধুমিতা রয়েছেন, তাই প্রেমের সম্পর্কের টানাপোড়েন থাকলেও থাকতে পারে বলে আন্দাজ অনুরাগীদের ৷

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় বিক্রম অভিনীত 'পারিয়া' ৷ রাজ্যের বাইরেও এই ছবি কুড়িয়ে নেয় দর্শকদের প্রশংসা ৷ ছবির প্রতি দর্শকদের ভালোবাসা দেখে 'পারিয়া 2' ঘোষণা করেছেন বিক্রম ৷ তবে টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা বিক্রম 'সূর্য' ছবিতে দর্শকদের মন কতটা জয় করতে পারেন, তার দিকে তাকিয়ে সকলেই ৷

ABOUT THE AUTHOR

...view details