নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: এই বাজেট উন্নত দেশ গড়ার নীলনকশা ৷ এমনই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, 2025-26 সালের কেন্দ্রীয় বাজেট আবারও প্রমাণ করেছে মধ্যবিত্তদের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কখনই ভোলেননা ৷ তাঁদের অবস্থান প্রধানমন্ত্রীর হৃদয়ে।
এদিন অমিত শাহ বলেন, "বাজেটে কৃষক থেকে মধ্যবিত্ত, পুষ্টি থেকে স্বাস্থ্য, স্টার্টআপ থেকে উদ্ভাবন এবং বিনিয়োগ পর্যন্ত বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি মোদির স্বনির্ভর ভারতের রোডম্যাপ। এছাড়াও 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না। প্রস্তাবিত কর ছাড়ে মধ্যবিত্তরা উপকৃত হবেন।"
নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে "দূরদর্শী বাজেট"-এর জন্য অভিনন্দন জানিয়ে শাহ আরও বলেন, "বাজেটে প্রতিটি ক্ষেত্রে একটি উন্নত, সেরা ভারত গড়ার দিকে মোদি সরকারের দৃষ্টিভঙ্গির নীলনকশা। মধ্যবিত্তের জন্য স্বস্তি ৷ সীতারামন তাঁর সংস্কারবাদী বাজেটের অংশ হিসাবে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কে আয়কর থেকে ছাড় দিয়েছেন এবং ট্যাক্স স্ল্যাবগুলিকে নতুন করে সাজিয়েছেন।"
এ নিয়ে লোকসভায় টানা অষ্টম বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন ৷ শাহের দাবি, পরবর্তী প্রজন্মের সংস্কারগুলির জন্য একটি নীলনকশা তৈরি করেছেন নির্মলা ৷ বিমায় এফডিআইয়ের সীমা বাড়ানো, কর আইনের সরলীকরণ এবং একাধিক পদক্ষেপের জন্য বর্ধিত আর্থিক সহায়তা প্রদানের সময় মধ্যস্থতাকারীদের উপর শুল্ক কমানোর মতো একাধিক বিষয়ের উল্লেখ আছে বাজেটে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি দুর্দান্ত বাজেট। এই বাজেটে সমাজের সমস্ত অংশের মানুষের কথা ভাবা হয়েছে ৷ এই বাজেট দেশের উন্নয়নের প্রচার করতে চলেছে। 2025-26 অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য 6.81 লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে ৷ যা গত বছরের বাজেটের তুলনায় 9.5 শতাংশ বেশি বরাদ্দ ৷ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণ আমাদের সরকারের অগ্রাধিকার ৷ এর জন্যও 2025-26 সালে 1.80 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আমাদের বাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধি করবে।"
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেন, "নির্মলা সীতারামন দেশকে একটি ঐতিহাসিক বাজেট উপহার দিয়েছেন । বরাবরের মতো এবারও, তিনি পরিকাঠামোকে অগ্রাধিকার দিয়েছেন। এতে কৃষি প্রাধান্য পেয়েছে ৷ এই বাজেট সরকারি-বেসরকারি অংশীদারিত্বকেও উৎসাহিত করবে ৷"
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, " নির্মলা সীতারামন মধ্যবিত্তদের একটি অতি প্রয়োজনীয় বড় ছাড় দিয়েছেন। যাঁদের আয় 12 লাখ টাকা পর্যন্ত বা যাঁদের বেতন 12 লাখ 75 হাজার টাকা পর্যন্ত তাঁরা এখন সমস্ত কর থেকে অব্যাহতি পেয়েছেন ৷ অর্থমন্ত্রী মধ্যবিত্তের একটি বড় অংশের চাহিদা পূরণ করতে পেরেছেন ৷ আমি মনে করি দিল্লিতে সবচেয়ে বেশি সংখ্যক মধ্যবিত্ত মানুষ রয়েছেন । সরকারি কর্মচারী, বেতনভোগী, ব্যবসায়ী- সকলেই বাজেটের সুফল পাবেন।"